রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হয়েছে। ছুটির পর আবার স্কুলে ফিরে এসে শিক্ষার্থীরা নতুন উদ্যমে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরা ও দীর্ঘদিন পর শিক্ষার্থীদের ক্লাসে ফিরে আসার জন্য অপেক্ষা করছিলেন। অনেক শিক্ষক জানান, ঈদের পর ক্লাসে ফিরে শিক্ষার্থীদের জন্য নতুনভাবে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কিছু স্কুলে স্কুল পরিবহন ব্যবস্থা ও ক্লাসরুমের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য প্রশাসন আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল।
এছাড়া মাদরাসাগুলোতেও আজ থেকে ক্লাস শুরুর কথা রয়েছে। আর মাধ্যমিক বিদ্যালয় খুলবে আগামীকাল বুধবার থেকে।
গত ২৬ ফেব্রুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হয়। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় রমজানের ছুটি। শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের টানা ৪০ দিনের ছুটি শেষে সোমবার (৭ এপ্রিল) প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়।
তবে এদিন ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস হয়নি প্রাথমিকে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস শুরু হবে।








