সন্তান হওয়ার পর সিনেমা থেকে কিছুটা দূরে আছেন চিত্রনায়িকা পরীমনি। তবে সংবাদের শিরোনামে বরাবরই তিনি সমকালীন নায়িকাদের চেয়ে এগিয়ে! তবে আগে তাকে মুঠোফোনে পাওয়া গেলেও ইদানিং তার নাগাল পাওয়া যায় না বলেই অনেকের অভিযোগ।
এবার সেই অভিযোগের জবাব দিলেন নায়িকা। কেন ফোনে তাকে পাওয়া যায় না, তার ব্যাখ্যা দিলেন পরী। তথ্য প্রযুক্তির এই যুগে অতি জরুরি মোবাইল ফোনটিকে তিনি বেড রুম থেকে দূরে রাখেন। কেন? কারণ একটিই, পুত্র রাজ্য!
একটি পোস্টে এ বিষয়ে পরী লিখেছেন, একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত।
বর্তমানে অনেক কাঁচা বয়স থেকেই মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে বাচ্চারা। যা তাদের চোখ এবং ব্রেনের সমস্যাসহ নানা ক্ষতির কারণ হচ্ছে। এক্ষেত্রে ছেলে রাজ্যের ব্যাপারে ছাড় দিতে নারাজ পরীমনি। তাই তো সচেতনতার সঙ্গে এড়িয়ে চলছেন মোবাইল ফোন।
পোস্টে পরীমনি লিখেছেন, ‘আমি আমার সঙ্গে বা বেড রুমে আমার মোবাইল ফোন রাখি না এখন। কারণ রাজ্য মোবাইল ফোন নোটিশ করে বিভিন্ন কারণেই। এটাতে ওর আগ্রহ বাড়ে এমন সব কারণে খুব সচেতনভাবেই মোবাইল এড়িয়ে যেতে হচ্ছে। কারও সঙ্গে কথা বলার সময় ছাড়া আমি মোবাইল ফোন রাজ্যের সামনে আনি না বললেই চলে। তাই হয়তো সব সময় সব ফোন কল এটেন্ড করতে পারি না যখন-তখন।’
পরী আরও লিখেছেন, ‘আপনাদের দরকারে আমাকে একটা মেসেজ করে রাখবেন। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কল ব্যাক করার। আশা করব বিষয়টি অবশ্যই আপনারা কেয়ার করবেন। থ্যাংক ইউ।’
রাজ্যকে নিয়ে পরীর এমন ভাবনা নজর কেড়েছে নেট দুনিয়ায়। প্রশংসাও পাচ্ছে স্ট্যাটাসটি। তার ভক্ত অনুরাগীরা বলছেন, এটা শিক্ষণীয়। এমন উদ্যোগের প্রশংসা করে অনেকেই বলছেন, বাচ্চাদের মোবাইল আশক্তি কমাতে পরীর এমন পোস্ট সচেতনতা তৈরী করবে।







