গত কয়েক বছর ধরে টি-টুয়েন্টি ক্রিকেটে রাজত্ব করে বেড়াচ্ছেন কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেল। মাসল পাওয়ার ব্যবহার করে ব্যাট হাতে যেকোনো প্রতিপক্ষকে রীতিমত নাস্তানাবুদ করতে সক্ষম ক্যারীবিয়ান অলরাউন্ডার যুগল। এমনকি ব্যাটে-বলে ঠিকমতো টাইমিং না করেও বড় ছক্কা হাঁকাতে পারেন এই দুই ব্যাটার। তাই কোনো বাউন্ডারিই তাদের থামাতে যথেষ্ট নয়, এমনটা বলছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলেও দ্য হান্ড্রেডের চলতি মৌসুমে খেলছেন ইয়ন মরগান। শুধু খেলছেন-ই না, ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন লন্ডন স্পিরিটের অধিনায়ক। লন্ডনের দলটিতেই খেলছেন কাইরন পোলার্ড। সোমবারের ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল আন্দ্রে রাসেলের ম্যানচেস্টার অরিজিনালস। লিগপর্বের সে ম্যাচ শেষে ক্যারিবীয় দুই ব্যাটারের পাওয়ার হিটিংয়ের প্রসংশা করেছেন মরগান।
‘সবাই যখন মাঠের বড় অংশে বাউন্ডারি মারতে লড়াই করে, সেখানে আন্দ্রে রাসেল এবং কাইরন পোলার্ডের মতো ক্রিকেটারদের জন্য কোন দীর্ঘ বাউন্ডারি যথেষ্ট নয়, বিশেষ করে তারা যখন বড় শট খেলে তখন তো কথাই নেই।’
দ্য হানড্রেডের চলতি আসরে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলছেন রাসেল। তবে ব্যাট হাতে চলতি মৌসুমে এখনো কিছু করে দেখাতে পারেননি বিধ্বংসী এ ব্যাটার। আসরে নিজের প্রথম ম্যাচে অপরাজিত ২৯ রান করেছিলেন রাসেল। এরপরের ম্যাচে ৫ রানের বেশি করতে পারেননি তিনি।
রাসেল ফর্মে না থাকলেও ওয়েন্ট ইন্ডিয়ান সতীর্থ পোলার্ড অবশ্য বেশ ছন্দে আছেন। আসরে নিজের দ্বিতীয় ম্যাচে ১১ বলে ৩৪ রান করে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন তিনি। এই ম্যাচ দিয়ে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ তম ম্যাচের মাইলফলক স্পর্শ করেন।








