অভিনেতা পার্থ শেখ ও অভিনেত্রী আইশা খান ইদানিং জুটি হিসেবে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন। এবার তারা জুটিবদ্ধ হয়ে আসছে ‘তবুও এসেছিল’ নামে নতুন একটি নাটকে!
আহমেদ তাওকীরের গল্প ও চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা মাকসুদুর রহমান বিশাল। সম্প্রতি নাটকটি ইউটিউবে প্রকাশ হয়েছে এবং ২০ লাখের বেশি দর্শক দেখেছেন।
নাটকটির গল্পে দেখা যায়, উচ্চবিলাসী আইশাকে পছন্দ করেন সহজ সরল ফুলের দোকানদার পার্থ শেখ। চিরচেনা গল্পের মতো আইশার কাছ থেকে প্রেম প্রত্যাখ্যাত হন পার্থ।
তবে এরই মাঝে বেরিয়ে আসে অন্য এক সত্য! শেষে ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি হয় দুজন। যে বাস্তবতা ভাবায়, ভালোবাসায়!
গল্পের শেষে বার্তা দেয়, ভালোবাসায় শারীরিক সৌন্দর্য মূখ্য না! মনের টানই আসল। নাটকে ব্যবহৃত ভালোবাসার মনলোগ থেকে তৈরি হয়েছে নানা ধরণের অনলাইন কন্টনেট।
নাটকটি প্রকাশের পর অনলাইনে দর্শকের প্রচুর ইতিবাচক মন্তব্য পাচ্ছেন বলে জানান নির্মাতা মাকসুদুর রহমান বিশাল।









