বিশ্বকাপ জয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলতে যায়নি ভারতীয় দলের বেশ কিছু খেলোয়াড়। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ রয়েছে ক্রিকেটের ছোট সংস্করণের দেশটির। ওই সিরিজের ওয়ানডেতে খেলবেন না হার্দিক পান্ডিয়া।
বিসিসিআইয়ের বরাতে একটি সূত্র জানিয়েছে, ‘হার্দিক পান্ডিয়া পুরোপুরি ফিট আছেন এবং রোহিত শর্মার নেতৃত্বে সহ-অধিনায়ক ছিলেন। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবেন এবং সে সিরিজে তিনি নেতৃত্ব দিবেন।’
‘ওয়ানডে থেকে এই বিরতি তার ব্যক্তিগত কারণে। হার্দিকের ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। মিডিয়া বিষয়টিকে অতিরঞ্জিত করে ফেলেছে।’
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ জুলাই থেকে, চলবে ৩০ জুলাই পর্যন্ত। এরপর দুই আগস্ট থেকে ওয়ানডে সিরিজ শুরু হয়ে শেষ হবে ৭ আগস্টে। শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া এ সিরিজে কোনো টেস্ট ম্যাচ নেই।









