টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে নাটকীয়তার অবসান হয়নি এখনও। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে যুক্ত করেছে আইসিসি। বাংলাদেশের সঙ্গে ‘অন্যায়’ হয়েছে দাবি করে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। আলোচনার মধ্যেই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান।
শনিবার বাংলাদেশকে নিয়ে আইসিসি সিদ্ধান্ত জানানোর পর বিশ্বকাপ বয়কটের হুমকি দেন নাকভি। তিনি বলেন,‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আইসিসির বোর্ড সভাতেও একই কথা বলেছি। আপনার দ্বিমুখী নীতি থাকতে পারে না, যেখানে একটি দেশ যখন খুশি যেকোনো সিদ্ধান্ত নিতে পারে এবং অন্য একটি দেশের ক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টোটা করা হয়। পাকিস্তানের সরকার আমাদের যে নির্দেশনা দেবে, আমাদের অবস্থানও (বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে) সেটাই হবে। প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই। তিনি ফিরলে আমি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানাব। এটা সরকারের সিদ্ধান্ত।’
২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল দিয়েছে দলটি। রোবাবার লাহোরে সংবাদ সম্মেলনে ১৫ সদস্যের দল ঘোষণা করেন পিসিবির নির্বাচক দলের সদস্য আকিব জাভেদ। তার সঙ্গে ছিলেন অধিনায়ক সালমান আলি আঘা ও কোচ মাইক হেসন। বিশ্বকাপের স্কোয়াডে আছেন বাবর আজম, বাদ পড়েছেন হারিস রউফ ও মোহাম্মদ রিজওয়ান। প্রথম আইসিসির কোনো টুর্নামেন্টের দলে ডাক পেয়েছেন স্পিনার উসমান তারিক।
সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। ‘এ’ গ্রুপে পাকিস্তানের সঙ্গে আছে ভারত, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সবগুলো ম্যাচই হবে শ্রীলঙ্কায়।
পাকিস্তানের টি-টুয়েন্টি বিশ্বকাপ দল: সালমান আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে, মোহাম্মদ নাওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।









