শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় তুলে সেমির পথে অনেকটা এগিয়ে নিউজিল্যান্ড। তবে সেমির দৌড়ে এখনও টিকে আছে পাকিস্তান। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জটিল সমীকরণ সামনে রেখে মাঠে নামবে তারা। সেমিতে যেতে হলে ইংল্যান্ডকে ২৮৭ রানে হারাতে হবে, অথবা ইংলিশদের দেয়া লক্ষ্য তাড়া করতে হবে ৩ ওভারের মধ্যে। এমন জটিল সমীকরণ সামনে রেখেও আশাবাদী অধিনায়ক বাবর আজম। দিতে চান নিজেদের সেরাটা।
কলকাতায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বাবর। বলেছেন, ‘এক ম্যাচ বাকি আছে। এটা ক্রিকেট, আপনাকে চেষ্টা করতে হবে ভালো অবস্থায় রাখতে এবং হিসাব করতে। আমার মনে হয় সাউথ আফ্রিকা ম্যাচ আমাদের ক্ষতিটা করেছে, ওই ম্যাচটা আমাদের জিততে হতো। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা তা করতে পারিনি, যার কারণে আমাদের এ অবস্থা। যে কোনো পর্যায়ে, যে কোনো কাজে সবসময় আশা থাকে এবং আপনার উচিত সবসময় ইতিবাচক চিন্তা করা এবং আমি সেটাই বিশ্বাস করি।’
‘আমাদের পরিকল্পনা কাজে লাগিয়ে কিভাবে আমাদের লক্ষ্য অর্জন করতে পারি সেটা আগামীকাল দেখব। অনেকগুলো বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে যেমন-পার্টনারশীপ, কে ক্রিজে আছে এবং কতক্ষণ থাকবে। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলব ফখর জামান যদি ২০-৩০ ওভার ম্যাচে থাকতে পারে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব। তারপর রিজওয়ান, ইফতিখার ও অন্যান্যরা।’
জয় দিয়ে আসর শুরু করার পর টানা চার ম্যাচ হারে পাকিস্তান। এরপর বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে হারিয়ে নেট রানরেট বাড়ালেও সেটা খুব একটা কাজে আসছে না তাদের। শনিবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলতে নামবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।








