আসছে নভেম্বরে ঢাকায় গাইতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। আয়োজকরা আগেই বিষয়টি নিশ্চিত করেছেন। এবার নিজেই বাংলাদেশি শ্রোতাদর্শকদের উদ্দেশে বার্তা দিলেন আতিফ।
একটি ফটোকার্ট শেয়ার করে বুধবার আতিফ তার ফেসবুক পাতায় লিখেন, ‘বাংলাদেশ, আমি আসছি।’
আতিফ আসলামকে নিয়ে ঢাকায় এই কনসার্টটি আয়োজন করছে ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’। শুধু আতিফ নয়, বাংলাদেশ থেকে একইমঞ্চে গাইতে দেখা যাবে তুমুল জনপ্রিয় শিল্পী তাহসান খানকেও। মঙ্গলবার রাতে আয়োজকরা তাহসান খানের নাম ঘোষণা করেণ।
আয়োজকরা জানিয়েছেন, শুধু আতিফ বা তাহসান নয়, আরো অন্তত দুইজন শিল্পী এই কনসার্টে গাইবেন।
আয়োজকরা কনসার্টের ইভেন্ট শেয়ার করে জানান, আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়। দর্শকের জন্য গেট খুলে দেয়া হবে বেলা ১টার দিকে। অনলাইনে টিকেট টোমোরো.কম থেকে টিকিট কেনা যাবে,যদিও এখনো টিকেট বিক্রি শুরু করেননি আয়োজকরা।









