‘নটরডেম বিজ্ঞান ক্লাব’ ৭০ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে আগামী ২৩ জানুয়ারি, মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ প্রতিদিন।
রোববার ২৮ ডিসেম্বর, প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এই স্মরণীয় মাইলফলককে ঘিরে ইতোমধ্যেই গত ২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন কার্যক্রম, যা চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত।
আয়োজকরা জানিয়েছেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিজ্ঞানপ্রেমীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হবে প্রাণবন্ত ও উৎসবমুখর।
নটরডেম বিজ্ঞান ক্লাবের মডারেটর ডা. ভিনসেন্ট তিতাস রোজারিও বলেন, ক্লাবের সাত দশকের পথচলা জ্ঞানচর্চা, শৃঙ্খলা ও বৈজ্ঞানিক মূল্যবোধের এক গৌরবোজ্জ্বল ধারাবাহিক ইতিহাস। এই পথচলায় শিক্ষার্থীরা সুযোগ পেয়েছে বিজ্ঞানকে বইয়ের গণ্ডির বাইরে বাস্তবজীবনের সঙ্গে যুক্ত করার। এই চর্চা থেকে তৈরি হয়েছে এমন মানুষ, যারা যুক্তিবোধ নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে চায় এবং মানবতার প্রতি দায়িত্বশীল থাকতে শেখে।
এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে, এটাই আমাদের প্রত্যাশা।
ক্লাবের সাধারণ সম্পাদক শ্রীজয় রায় অঙ্কন বলেন, ৭০ বছর পূর্তি শুধু একটি উদযাপন নয়, এটি আমাদের দায়িত্ব ও ভবিষ্যৎ প্রতিশ্রুতিরও প্রতিফলন। এই ঐতিহাসিক উপলক্ষ আমাদেরকে আরও উদ্ভাবনী ও বিজ্ঞানভিত্তিক কর্মকাণ্ডে অগ্রসর হতে অনুপ্রাণিত করবে।
আয়োজকরা আরও জানান, এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য থাকছে নানা রকম রোমাঞ্চকর বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা, চমকপ্রদ কার্যক্রম, প্রদর্শনী এবং শিক্ষামূলক অভিজ্ঞতা। পাশাপাশি নটর ডেম বিজ্ঞান ক্লাবের দীর্ঘ ইতিহাস, অর্জন ও অবদান তুলে ধরার জন্য বিশেষ সেশনও অন্তর্ভুক্ত থাকবে।









