রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উভয় নির্বাচনই শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ‘রাকসু ও চাকসু নির্বাচন-২০২৫’ উপলক্ষ্যে প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিগগিরই রাকসু ও চাকসুর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, তারা দেশের উচ্চশিক্ষিত শ্রেণির প্রতিনিধি। তাদের সাথে মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেছি। সামনে জাতীয় নির্বাচন রয়েছে, সেখানেও এ অভিজ্ঞতা কাজে লাগবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের উদ্বেগের প্রশ্নে জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তারা কোনো শঙ্কার কথা বলেনি। বরং নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত নানা পরামর্শ দিয়েছে। যেমন, ভোট কেন্দ্রের সংখ্যা, ভোট গণনার পদ্ধতি, কালি ব্যবহারের নিয়ম, ফলাফল দ্রুত ঘোষণার ব্যবস্থা এবং ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে আলোচনা হয়েছে।
জাকসু নির্বাচনে ফলাফল ঘোষণায় বিলম্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “সেখানে হাতে ও মেশিনে উভয় পদ্ধতিতে গণনা হয়েছে। মেশিনে গণনায় সময় কম লাগে, তাই এবার মেশিন ব্যবহারের সুপারিশ এসেছে।”
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাকসু ও চাকসু নির্বাচনের অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিচ্ছি। সব অভিজ্ঞতা প্রকাশ করা না গেলেও কার্যকর দিকগুলো বিবেচনায় নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও বলেন, রাকসু ও চাকসু নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো ধরনের উদ্বেগ নেই। আমরা আশাবাদী দুটি নির্বাচনই সফলভাবে অনুষ্ঠিত হবে। এজন্য গণমাধ্যমসহ সকলের সহযোগিতা কামনা করছি।









