মেগাস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের মাধ্যমে আলোচনায় এসেছিলেন ইধিকা পাল। সর্বশেষ ‘বরবাদ’ চলচ্চিত্রে শাকিব খানের সঙ্গে ফের স্ক্রিন শেয়ার করে বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পান ভারতীয় এই নায়িকা।
এর ফাঁকে ইধিকা ‘কবি’ নামে একটি ছবি করেছিলেন শরিফুল রাজের সঙ্গে, সেটি আলোর মুখে দেখেনি।
এবার ইধিকাকে দেখা গেল চিত্রনায়ক নিরবের সঙ্গে। দুবাইয়ে তপ্ত মরুর বুকে তৃষ্ণার্ত ইধিকার পিপাসা মেটালেন নিরব। তারপর দুজনের নাচানাচি। এটি অবশ্য সিনেমায় নয় একটি বিজ্ঞাপনচিত্রে।
অনন্য মামুনের পরিচালনায় আফগানিস্তানের একটি কোমল পানীয়র বিজ্ঞাপনে তাদের দেখা যাচ্ছে তাদের। এরইমধ্যে ওভিসি আকারে বিজ্ঞাপনটি প্রকাশ হয়েছে।
চিত্রনায়ক নিরব বলেন, আফগানিস্তানের একটি কোমল পানীয়র বিজ্ঞাপনচিত্রের কাজ করেছি দুবাইর মরুভূমিতে। আমার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ইধিকা পাল। তার সঙ্গে কাজ করাটা ভালো একটি অভিজ্ঞতা।
বিজ্ঞাপনচিত্রে দেখা যায়, তপ্ত মরুরবুকে গাড়ি নষ্ট হয়ে বিরক্ত ইধিকা। জেমসবন্ড স্টাইলে নিরব পাশ দিয়ে যেতেই চোখ আটকে যায় সুন্দরী ইধিকার দিকে। মুহূর্তে দ্বিতীয়বার চিন্তা না করেই কোমল পানীয় ছুঁড়ে দেন। তা পান করে তপ্ত মরুতেই প্রশান্তির ঝড়ে আবেশ ছড়ান এই জুটি।
কোমল পানীয় আফগানিস্তানে উৎপাদন হলেও এটি বাংলাদেশের বাজারেও পাওয়া যাবে বলে নিরব জানিয়েছেন।
বিজ্ঞাপনচিত্রে আলভীর সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন আলভী এবং সিঁথি। এর কথা লিখেছেন সোমেশ্বর অলি।









