‘ক্যাসিনো’ মানে জুয়া খেলার নির্দিষ্ট স্থান। যাকে জুয়ার আড্ডা বা আসর বলে! সেই ‘ক্যাসিনো’ নামে নির্মিত হয়েছে ছবি। যা মুক্তি পেতে যাচ্ছে ঈদে। এই ছবির নায়ক নিরব। ইতোমধ্যে গান ও টিজার প্রকাশিত হয়েছে সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’র।
‘ক্যাসিনো’ সংশ্লিষ্টদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, ‘ক্যাসিনো’ ও দেশের অর্থ অবৈধভাবে বিদেশে পাচারের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে এ ছবিটি।
এতে একজন গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করেছেন নিরব। যিনি অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখেন। ছবির নাম ক্যাসিনো হলেও ব্যক্তি জীবনে নিরব কি ‘ক্যাসিনো’র সঙ্গে পরিচিত? চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে জানান, তিনিও জীবনে প্রথমবার ‘ক্যাসিনো’ খেলে জিতেছিলেন।
নিরবের ভাষ্য,‘২০১৮ সালের দিকে একবার আমেরিকা গিয়েছিলাম। নিউ ইয়র্কে একদিন রাতে সেখানকার কয়েকজন বন্ধুর সঙ্গে ক্যাসিনোতে গিয়েছিলাম। তার আগে এটার কথা শুধু শুনেছি। কৌতূহলের বসে ক্যাসিনোতে গিয়ে খেলেছিলাম। শুনেছিলাম যে প্রথমবার খেলে সেই নাকি জিতে যায়। আমিও কৌতূহল থেকে ৩০০ ডলার বাজী ধরি। প্রথমবারের ১৮০০ ডলার জিতেছিলাম! লাভ ছিল ১৫০০ ডলার। সেইবার শেষ! আর কখনও ক্যাসিনো খেলিনি।’
নিরব বলেন, জীবনে প্রথম ক্যাসিনোতে খেলে জিতেছিলাম। আমার বিশ্বাস ঈদে মুক্তি পেলে ‘ক্যাসিনো’ ছবির মাধ্যমে আমি দর্শক হৃদয় জিতবে পারবো।
ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে আলোচনার তুঙ্গে আছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ এবং আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। আরও মুক্তির অপেক্ষায় আছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ ও মাহফুজ-বুবলী অভিনীত ‘প্রহেলিকা’। এসব ছবির ভিড়ে ‘ক্যাসিনো’ কত হলে পাবে? নিরব বলেন, শাকিব ভাই যদি একাই দেড়’শো হল পান বাকি হলগুলোর মধ্যে আমি বেশী নেয়ার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি, একবার ‘ক্যাসিনো’ দেখলে দর্শক পছন্দ করবে এবং ঘুরে ফিরে আবার ‘ক্যাসিনো’ দেখবে।
নিরব আরও বলেন, আমরা আমাদের জায়গা থেকে ‘ক্যাসিনো’ ভালো করার সর্বোচ্চ চেষ্টা করেছি। যারা ব্যতিক্রম কনটেন্ট দেখতে চান, তাদেরকে হলে গিয়ে ছবিটা দেখার আহ্বান জানাই। কারণ এই ধরনের গল্পে দেশের দর্শকরা আগে দেখেনি। ইন্ডাস্ট্রিতে সুস্থ প্রতিযোগিতা থাকুক। কারণ এটা আমাদের ইন্ডাস্ট্রি, আমরা একে-অন্যের সহযোগী-সহশিল্পী। সব সিনেমা তো এক নাম্বার হবে না। তবে প্রত্যেকটা সিনেমা দর্শক হলে গিয়ে দেখুক।
বাংলাদেশে অবৈধভাবে গড়ে ওঠা ক্যাসিনো ব্যবসায় প্রশাসনের অভিযান এবং দেশে মানি লন্ডারিংয়ের বিষয় উঠে আসা গল্প ‘ক্যাসিনো’র প্রযোজক সরওয়ার রাজিব। এ ছবিতে নিরব ছাড়াও অভিনয় করেছেন শবনম বুবলী, তাসকিন রহমান, দোয়েল প্রমুখ।








