ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড রোমারিও ডি সুজা বলছেন, ২০২৬ বিশ্বকাপের শিরোপা ব্রাজিলের জেতা সম্ভব, যদি দলে নেইমার জুরিয়র থাকেন। এরজন্য নেইমারকে পেতে হবে এবং খেলার মতো উপযুক্ত থাকতে হবে।
নেইমার ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে হতে চলা ২০২৬ বিশ্বকাপ হবে তার শেষ আসর। এজন্য ব্রাজিল দলে জায়গা পেতে ‘সবকিছু’ উজাড় করে দিতে চান ৩২ বর্ষী তারকা। তার এমন ঘোষণার পর ৫৮ বর্ষী রোমারিও একথা বললেন।
পডকাস্ট অনুষ্ঠানে সেলেসাওদের দলে নেইমারের প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি বলেন, ‘নেইমার দলে থাকলেই পরবর্তী বিশ্বকাপ জেতার সুযোগ আছে ব্রাজিলের। ১৯৬২ সালে গারিঞ্চার হয়ে ব্রাজিল শিরোপা জিতেছিল, ‘৭০ সালে পেলের হয়ে, ‘৯৪ সালে রোমারিওর হয়ে এবং ২০০২ সালে রোনালদোর হয়ে ব্রাজিল বিশ্বকাপ জিতেছিল। ২০২৬ সালে তারা যদি নেইমারের হয়ে না খেলে, তারা জিতবে না।’
লাতিন অঞ্চলে ১০ দলের বাছাইয়ে এখন ব্রাজিলের অবস্থান পাঁচে। অঞ্চলটি থেকে ৬ দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ২০০২ বিশ্বকাপ জয়ের পর পাঁচবারের বিশ্বজয়ীরা আর কোয়ার্টার ফাইনাল পর্বই পেরোতে পারেনি।









