কলকাতার নায়ক জিৎকে নিয়ে ‘মানুষ’ সিনেমা বানানো নির্মাতা বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার এবার ‘ইনসাফ’ নামে আরেকটি ছবি করতে যাচ্ছেন। সিনেমাটিতে নায়ক হিসেবে থাকবেন শরীফুল রাজ। এতে তার বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিণ।
গুঞ্জন হিসেবে খবরটি এতদিন শোনা গেলে সূত্রের বরাতে এবার নিশ্চিত হওয়া গেল আগামী মাসে ‘ইনসাফ’-এর শুটিং শুরু হতে যাচ্ছে।
এতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মোশাররফ করিম। তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন বলেও নিশ্চিত হওয়া গিয়েছে।
ইতোমধ্যে চুক্তি স্বাক্ষর পর্বও সেরে নিয়েছেন তারা।
নির্মাতা সঞ্জয় বলেন, সিনেমা নির্মাণের আগে তো অনেকের সঙ্গেই কথা হয়। অডিশন পর্ব হয়। যার সঙ্গে ব্যাটেবলে মিলে যায় তখনই তাকে কাস্ট করা হয়। আমি এখন সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছি। শিগগিরই অফিসিয়ালি জানাব।
অ্যাকশন থ্রিলার ধাঁচে এ সিনেমাটি প্রযোজনা করছে তিতাস কথাচিত্র। ঘোষণার আগে মুখ খুললতে চাইলেন না সঞ্জয় সমাদ্দার। তবে জানা গেল, বড় কোনো উৎসবে মুক্তির লক্ষ্যেই ইনসাফ নির্মাণ হচ্ছে।









