“দুনিয়ায় সব মানুষই কারো না কারো কাছে হাত পাতে। কেউ পাঁচ টাকার জন্যে, আর কেউ কোটি টাকার জন্য।” এমন ক্যাপশনে একটি রহস্যময় মানুষের ছবিযুক্ত পোস্টার ফেসবুকে শেয়ার করেছেন তরুণ নির্মাতা অনন্য প্রতীক চৌধুরী!
সঙ্গে আরো লিখেছেন,“আমার পরিচালনায় প্রথম ছবি ‘নয়া নোট’ খুব শিগগিরই আসছে আইস্ক্রিনে। অনেকের প্রতি আমি কৃতজ্ঞ, একে একে সবার নাম অবশ্যই বলব। আপাতত চলুন শুরু করি।”
কাছাকাছি সময়ে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে একই পোস্টার! এখানে দেয়া হয়েছে অন্য ক্যাপশন! “হাতে নতুন নোট,মুখে হাসি। কোন রহস্যের ফাঁদ খুলবে নাসির উদ্দিন খান?”
নয়া নোট হাতে পোস্টারে যাকে দেখা যাচ্ছে, তিনি সময়ের জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান! উস্কুখুশকো চুল দাড়ির জন্য প্রথম দেখাতে যাকে চিনতে কিছুটা কষ্টকরই হবে যে কোনো দর্শকের।
আইস্ক্রিন জানিয়েছে, খুব শিগগির ওয়েব ফিল্ম ‘নয়া নোট’ আইস্ক্রিন-এ দেখতে পারবেন দর্শক, যদিও কবে স্ট্রিমিং তা এখনো জানায়নি । কিংবা এই ওয়েব ফিল্মে নাসির উদ্দিন ছাড়া আর কে কে আছেন, সেটাও জানানো হয়নি।
গল্প,চিত্রনাট্য ও পরিচালনায় অনন্য প্রতীক চৌধুরীর প্রথম কাজ ‘নয়া নোট’। যদিও তিনি নির্মাণের সাথে বহুদিন ধরেই আছেন। কেননা, এই তরুণ দেশের শোবিজের নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরীর ছেলে।
ছেলের প্রথম নির্মাণ নিয়ে উচ্ছ্বসিত বাবা-মা। ছেলের প্রথম নির্মাণে বাবা অরুণ চৌধুরী খবরটি শেয়ার করে লিখেছেন, আমাদের পুত্র অনন্য। এর আগে আমার সহকর্মী হিসেবে ছিলো। আমার মায়াবতী, আর জলে জ্বলে তারা’র এক্সিকিউটিভ পরিচালক হিসেবে কাজ করে। একমাত্র ছেলে আমাদের। ওর প্রথম কাজ আইস্ক্রিনে চলবে, সাফল্য কামনা করছি।”
চয়নিকা চৌধুরী ছেলের প্রথম কাজের পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘অভিনন্দন অনন্য। তোমার প্রতি ভালোবাসা। সবার সঙ্গে বসে দেখব কাজটি। অনেকের প্রতি কৃতজ্ঞতা।’









