চাঁদপুরের মতলব থানাধীন আবুল কাশেম মার্কেট এলাকার একটি ধানি জমি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার।
বুধবার দুপুরে ওই জমির বর্গাচাষী মোসলেম মিয়া ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোন করে বিষয়টি জানান।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেন।
মোসলেম মিয়া জানান, তিনি জমিতে ধান কাটার কাজ করছিলেন। এ সময় পূর্বে কেটে রাখা খড়ের স্তুপ রোদে শুকানোর জন্য নাড়াচাড়া করতে গিয়ে খড়ের ভেতরে লুকানো অনেক টাকা ও স্বর্ণালঙ্কার দেখতে পান। উদ্ধারকৃত সম্পদের প্রকৃত মালিককে খুঁজে বের করে আইনগতভাবে হস্তান্তরের জন্য তিনি প্রশাসনিক সহায়তা চান।
আনোয়ার সাত্তার জানান, কলটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল প্রকাশচন্দ্র। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই জহিরুল ইসলাম। এরপর দ্রুত মতলব থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে খড়ের গাদার ভেতর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করে। গণনা করে দেখা যায়, উদ্ধারকৃত নগদ অর্থের পরিমাণ ২ লাখ ৩৯ হাজার ২০০ টাকা। স্থানীয় একজন স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারগুলো ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও সনাতন মিলিয়ে মোট ৬ ভরি ৪ আনা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৯০ হাজার টাকা।
পুলিশ উদ্ধারকৃত টাকা ও স্বর্ণালঙ্কার জব্দতালিকা প্রস্তুত করে আদালতের জিম্মায় হস্তান্তর করেছে। প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত হওয়া সাপেক্ষে আইনগত প্রক্রিয়ায় এসব মালামাল যথাযথ মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাতীয় জরুরি সেবা ৯৯৯-কে প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করেছেন।









