রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ মুখোমুখি হচ্ছেন। প্যারিস অলিম্পিকে দ্বিতীয় রাউন্ডেই দেখা হচ্ছে দুই মহাতারকার। রোমাঞ্চকর ম্যাচ নিয়ে সতর্ক জোকোভিচ। নাদালও জানিয়েছেন ভাবনা।
জোকো শনিবার প্রথম রাউন্ডে জয় তুলে নেন সরাসরি সেটে অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনকে হারিয়ে। নাদালের বিপক্ষে ম্যাচ নিয়ে সার্বিয়ান জোকার বলছেন, ‘দ্বিতীয় রাউন্ডে এই দ্বৈরথের জন্য আমি দারুণ রোমাঞ্চিত। এই ম্যাচে নিজেকে নিংড়ে দেবো। অলিম্পিক গেমসের গুরুত্ব সম্পর্কে আমি সতর্ক। দেশের প্রতিনিধিত্ব করি, যা আরও বেশি দায়িত্ব এবং চাপ দুটোই বাড়িয়ে দেয়।’
এবারের অলিম্পিক শুরুর শেষ মুহূর্তে এসে খেলার সিদ্ধান্ত নিয়েছেন নাদাল। ঊরুর চোট নিয়ে খেলা চালিয়ে যেতে পারবেন কিনা সেই শঙ্কা ছিল আসর শুরুর আগে।
রোববার প্রথম রাউন্ডে মার্টন ফুকসোভিকসের মুখোমুখি হয়েছিলেন নাদাল। ঊরুতে ব্যান্ডেজ বেঁধে রোলাঁ গারোঁর প্রিয় কোর্টে নেমেছিলেন ১৪ বারের ফ্রেঞ্চ ওপেন জয়ী। ৬-১, ৪-৬ ও ৬-৪ গেমে জেতেন ৮৩ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা হাঙ্গেরিয়ানের বিপক্ষে।
জোকোর বিপক্ষে নামার আগে নাদাল বলেছেন, ‘রোলাঁ গারোঁ আমার কাছে টেনিস জগতের সবচেয়ে বিশেষ জায়গা। এবছর এখানে খুব বেশি সময় কাটাতে পারিনি। এখানে ফিরে আসতে পেরে দারুণ রোমাঞ্চিত। আমার জন্য সামনে একটি দারুণ সুযোগ রয়েছে। প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই।’









