আইএল টি-টুয়েন্টিতে গালফ জায়ান্টসের বিপক্ষে বল হাতে উজ্জ্বল মোস্তাফিজুর রহমান। ৩.৫ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন টাইগার বাঁহাতি পেসার। তার দুর্দান্ত বোলিংয়ে ভর করে গালফকে ১৫৬ রানে থামিয়েছে দুবাই।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে গালফ জায়ান্টস। ১৯.৫ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায় দলটি।
ইনিংসের দ্বিতীয় ওভারে বলে আসেন মোস্তাফিজ। নিজের প্রথম ওভার খুব একটা ভালো হয়নি তার। একটি করে চার ও ছক্কায় ১৩ রান হজম করেন। ১৪তম ওভারে ফের বলে আসেন ফিজ। দ্বিতীয় ওভারে দারুণভাবে প্রত্যাবর্তন করেন।
১৪তম ওভারে ৩ উইকেট তুলে নেন টাইগার তারকা। ওভারের দ্বিতীয় বলে জেমস ভিন্স, চতুর্থ বলে আজমতউল্লাহ ওমরজাই ও পঞ্চম বলে সিন ডিকসনের উইকেট তুলে নেন ফিজ। এই ওভারে খরচ করেন ৬ রান। ১৮তম ওভারে তৃতীয় ওভার করতে এসে খরচ করেন ১১ রান।
শেষ ওভারে নিজের স্পেলের চতুর্থ ওভার করতে এসেও আলো ছড়ান। রানআউটের হ্যাটট্রিক দেখে দুবাই। ফিজ খরচ করেন ৫ বলে ৪ রান।
মোস্তাফিজের পাশাপশি দুই উইকেট নেন হায়দার আলি। মোহাম্মদ নবি ও জেমস নিশাম নেন একটি করে উইকেট।
জায়ান্টস ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন আজমতউল্লাহ ওমরজাই। ৩টি করে চার ও ছক্কায় ২৬ বলে ৪৩ রান করেন। ৩৪ বলে ৩৬ রান করেন জেমস ভিন্স। রহমানুল্লাহ গুরবাজ ২৫ এবং কাইল মেয়ার্স ২৪ রান করেন।









