প্রতি বছরই কিছু সিনেমা আকাশছোঁয়া প্রত্যাশা নিয়ে মুক্তি পায়। চলচ্চিত্রপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন সেইসবের মুক্তির আশায়। কিন্তু সব সিনেমা তো আর প্রত্যাশা পূরণ করতে পারেনা। হতাশও হতে হয় দর্শকদের। আবার কিছু ছবি নিয়ে আগে থেকে দর্শকের আগ্রহ না থাকলেও পরে তা রূপ নেয় ‘মাস্ট ওয়াচ’-এ! চব্বিশে মুক্তি পাওয়া তেমনি কয়েকটি ভারতীয় সিনেমার কথা থাকলো এখানে-
মহারাজা–
থ্রিলারে মোড়া পিতৃত্বের আখ্যানে অনবদ্য এক ছবি মহারাজা। পুরো ছবিতে আছে বিজয় সেতুপতি এবং অনুরাগ কাশ্যপের দ্বৈরথ। মাত্র ২০ কোটি টাকায় তৈরি সিনেমা শুধুমাত্র স্টোরি টেলিং আর দুই অভিনয়ের জোরেই ১০৮ কোটি রুপি ব্য়বসা করেছে!
অল উই ইমাজিন অ্যাজ লাইট–
কানজয় করে প্রভা, অনু এবং পার্বতীর গল্প মন ছুঁয়েছে বিশ্ব সিনেসমালোকদেরও। এই সিস্টারহুড ছাড়া অন্ধকার পৃথিবীতে বেঁচে থাকার আর যে কোনও বিকল্প রাস্তা নেই, সেটা নির্মাতা পায়েল কাপাডিয়া বুঝিয়েছেন এই সিনেমায়। ছবিটি ইতিমধ্যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ওয়াচ লিস্টে স্থান করে নেয়ার পর বিশ্বজুড়ে দর্শকের আগ্রহের বিন্দুতে পরিণত হয়েছে।
মাঞ্জুমেল বয়েজ–
চব্বিশের অন্যতম চর্চিত সিনেমা। গল্প বলায় দক্ষিণী ছবি কতোটা এগিয়ে, সেটা আরো একবার প্রমাণ করেছে মাঞ্জুমেল বয়েজ। চব্বিশে মুক্তি পাওয়া ছবিটি অ্যাডভেঞ্চারপ্রেমীদের হলেও শেষ পর্যন্ত পরম বন্ধুত্বের জয়গান গেয়ে উঠে! কম বাজেটের এই ছবিটিও বক্স অফিসে বেশ সাফল্য এনে দেয়।
সেক্টর ৩৬–
হাড়হিম করা বাস্তব ঘটনা নিয়ে নির্মিত সেক্টর ৩৬। বিক্রান্ত মাসের দুর্দান্ত অভিনয়ে আর থ্রিলারের টানটান চিত্রনাট্য মুগ্ধ করেছে দর্শকদের। যারা চব্বিশের এই ছবিটি দেখেননি, বিশেষ করে থ্রিলারপ্রেমীরা; তাদের জন্য ছবিটি মাস্ট ওয়াচ!
মেইয়াজাগান–
বছরের অন্যতম আলোচিত ছবি মেইয়াজাগান। ‘৯৬;-এর পরিচালক সি. প্রেম কুমার পরিচালিত ছবিটি কতোটা হৃদয়ের কাছের, সেটা না দেখলে বোঝানো মুশকিল! ছবিতে কার্থি এবং অরবিন্দ স্বামীর দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ হননি এমন দর্শক খুঁজে পাওয়া মুশকিল।








