রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক মুহূর্তে পুড়ে গেছে প্রায় দেড় হাজার ঘর। আগুনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া হাজারো মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্দশা। ক্ষতিগ্রস্তরা ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে আর্তনাদ করে বলছেন, “গায়ের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই।”
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় হঠাৎ লেগে যাওয়া আগুন দ্রুতই পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। অধিকাংশ পরিবার ঘর থেকে কিছুই বের করতে পারেনি। শীতের রাতে খাবার, পোশাক ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাবে মানবেতর পরিস্থিতির সৃষ্টি হয়।
এই সংকটের খবর পেয়ে এগিয়ে আসেন ‘কসাই’, ‘অমানুষ’ ও ‘ইত্তেফাক’ সিনেমার প্রযোজক, ব্যবসায়ী ও সমাজসেবক মো. মেহেদী হাসান বিপ্লব। তার উদ্যোগে কড়াইল বস্তির ক্ষতিগ্রস্তদের মধ্যে রান্না করা ভাত ও গরুর মাংসের প্যাকেট বিতরণ করা হয়। এখন পর্যন্ত প্রায় ১,২০০-এর বেশি মানুষকে খাবার দেওয়া হয়েছে বলে জানান বিপ্লব।
জানা গেছে, রাজধানীর আগারগাঁওয়ের জনপ্রিয় খাবারের দোকান ‘ভাইরাল মিজান’–এর দিনের সমস্ত রান্না করা খাবারই তিনি কিনে কড়াইল বস্তিতে পাঠিয়ে দেন।
প্রযোজক মেহেদী হাসান বিপ্লব জানান, তার বাসার চারজন গৃহকর্মীর মধ্যে দুইজন কড়াইল বস্তিতে থাকেন। সকালে তারা কান্নাকাটি করতে করতে জানান যে তাদের ঘরবাড়ি পুড়ে গেছে। বিপ্লব প্রথমে তাদের খাবার খাইয়ে শান্ত করেন, পরে তাদের পরিবারের জন্য কাপড়চোপড় ও নগদ সহায়তা দেন।
গৃহকর্মীদের মুখে তিনি জানতে পারেন, বস্তিতে অসংখ্য মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। তখনই তিনি সিদ্ধান্ত নেন ব্যাপক পরিসরে খাবার সহায়তার ব্যবস্থা করার।
ক্ষতিগ্রস্তদের দুর্দশা নিজের চোখে দেখে মেহেদী হাসান বিপ্লব বলেন,“মানুষগুলো অসহায়; কেউ সারা দিন কিছু খেতে পারেনি। এমন সময়ে পাশে দাঁড়ানোই মানবতার বড় পরিচয়। যতটুকু পারি, বস্তিবাসীর এই দুঃসময়ে পাশে থাকব।”









