বগুড়ার আধুনিক প্রেক্ষাগৃহ মধুবন সিনেপ্লেক্স শেষ পর্যন্ত বন্ধ ঘোষণা করলো কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে মধুবনের মালিক রোকনুজ্জামান ইউনূস চ্যানেল আই অনলাইনকে হল বন্ধের আগাম খবর জানিয়েছিলেন।
বৃহস্পতিবার রাতে দর্শকদের উদ্দেশে ফেসবুক পোস্টে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মধুবন বন্ধ করে কর্তৃপক্ষ।
মধুবনের অফিশিয়াল ফেসবুক থেকে এক পোস্টে দর্শকের উদ্দেশে জানানো হয়, “প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে আপনাদের ভালোবাসা ও সমর্থনে মধুবন সিনেপ্লেক্স ছিল বিনোদন আর আনন্দের ঠিকানা। কিন্তু দুঃখের সাথে জানাতে হচ্ছে, দর্শক চাহিদা অনুযায়ী সিনেমার অভাব, সরকারের অনীহা, অস্বাভাবিক বৈদ্যুতিক বিল, কর্মচারীদের বেতনসহ নানা বাস্তব কারণে আমরা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। পর্যাপ্ত দর্শক না থাকায় আজ থেকে মধুবন একেবারে বন্ধ করতে বাধ্য হচ্ছি।”
পোস্টে আরও উল্লেখ করা হয়, সিনেমা হল কেবল একটি ব্যবসা নয়, বরং সংস্কৃতি, আবেগ এবং একসাথে আনন্দ ভাগাভাগির স্থান। তাদের ভাষ্য, “এই সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য অত্যন্ত কষ্টের। তবে আপনাদের পাশে পাওয়াটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা কৃতজ্ঞ থাকব প্রতিটি দর্শকের কাছে।”
২০২১ সালে আধুনিকভাবে যাত্রা শুরু করা মধুবন সিনেপ্লেক্সের আসনসংখ্যা ছিল ৩৩৬। উদ্বোধনের পরপরই ‘পরাণ’, ‘হাওয়া’, ‘প্রিয়তমা’, ‘তুফান’ থেকে শুরু করে সাম্প্রতিক ‘বরবাদ’— একাধিক সিনেমা এখানে ব্যবসায়িক সাফল্য পায়। পরিবার নিয়ে দূরদূরান্ত থেকে আগত দর্শকদের জন্য রাতভর শো আয়োজনও হয়েছিল একাধিকবার।
কিন্তু ঈদ ছাড়া সারা বছর পর্যাপ্ত দর্শক না থাকায় এবং বিদেশি সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞার কারণে শেষ পর্যন্ত লোকসান গুনতে গিয়েই বন্ধের ঘোষণা দিতে হলো মধুবনকে। এমনটাই জানিয়েছেন মধুবন সংশ্লিষ্টরা।









