ঈদের দিন বন্ধ থাকার পর আবারও চলাচল শুরু করেছে ঢাকার জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেল।
আজ মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৭টা ১০ মিনিটে দিনের প্রথম ট্রিপ হিসেবে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
সরেজমিনে দেখা যায়, মেট্রোরেল চলাচল শুরু করলেও অন্যান্য দিনের তুলনায় যাত্রীর চাপ অনেকটাই কম। যাত্রীরা বলছেন, ঈদের ছুটিতে অনেকে গ্রামে চলে যাওয়া এবং অফিস-স্কুল-কলেজ বন্ধ থাকায় মানুষ অনেকটাই কম।
উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল সোমবার (৩১ মার্চ) মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ডিএমটিসিএল ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছিল, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। পরদিন সকাল থেকে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।









