বিশ্বকাপজয়ী ৩৯ বর্ষী লিওনেল মেসির জাদুতে টানা জয়ের মুখে দেখে চলেছে ইন্টার মিয়ামি। শেষ ম্যাচে নিউ ইংল্যান্ডের বিপক্ষে ২ গোল করেছেন, মাঠে ছিলেন ৯০ মিনিট। মিয়ামি কোচ হাভিয়ের মাশ্চেরানো চাচ্ছেন মেসিকে খানিকটা বিশ্রাম দিতে।
নিউ ইংলেন্ডের বিপক্ষে মেসিকে বিশ্রাম দেয়ার কথা ভেবেছিলেন মাশ্চেরানো। পরে গোল হজমের পর তাকে পুরো ম্যাচে খেলাতে বাধ্য হন। পরে মাশ্চেরানো বলেছেন, ‘নিউ ইংল্যান্ড যখন গোল করল, তখন আমরা চাপে পড়ে যাই এবং ওকে মাঠে রেখেই খেলার সিদ্ধান্ত নেই। সামনে কয়েকটি ম্যাচে আমরা অবশ্যই সঠিক সময়টা খুঁজে দেখব তাকে বিশ্রাম দেয়া জন্য।’
‘আমরা জানতাম যে লিও খেলবে, তবে আশা করেছিলাম ম্যাচের গতিবিধি দেখে তাকে বদলি করব। চাপে পড়ে তাকে মাঠে রাখার সিদ্ধান্ত নেই।’
এ মৌসুমে মেসি ১৫ ম্যাচ খেলেছেন, যার মধ্যে মার্চের ২৯ তারিখে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষেই কেবল শেষ পর্যন্ত খেলেননি। এপ্রিল ২৭ তারিখে এফসি ডালাসের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে তাকে রাখা হয়নি। সেটিই ছিল মেসির সবশেষ বিশ্রাম।
মেসি টানা ৯টি এমএলএস ম্যাচে ৯০ মিনিট করে খেলেছেন, পাশাপাশি ক্লাব বিশ্বকাপে ৪ ম্যাচ ও চ্যাম্পিয়ন্স কাপের শেষ ৪ ম্যাচেও মাঠে ছিলেন পুরোদমে। ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে ফেরার পর ইন্টার মায়ামি পূর্বাঞ্চলীয় কনফারেন্সে ভালোভাবে এগিয়ে যাচ্ছে। বর্তমানে ৩৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। যদিও তাদের বাকি প্রতিপক্ষের চেয়ে তিনটি করে ম্যাচ কম খেলেছে। এ সপ্তাহের শেষে তারা মুখোমুখি হবে ন্যাশভিল এসসির, যারা বর্তমানে পূর্বাঞ্চলে দ্বিতীয় অবস্থানে রয়েছে ৪১ পয়েন্ট নিয়ে।









