শেষ হতে চলেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৪ মৌসুমের খেলা। প্রকাশ করা হয়েছে এবারের মৌসুমের মোস্ট ভেলুয়েবল খেলোয়াড় (এমভিপি) পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা। নাম রয়েছে ইন্টার মিয়ামির লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের। মেসি-সুয়ারেজ ছাড়া সংক্ষিপ্ত তালিকায় রয়েছে আরও ৩২ জনের নাম।
এবারের মৌসুমে মিয়ামির হয়ে এপর্যন্ত ১৭ গোল করেছেন বিশ্বজয়ী মেসি এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৫টি। তবে এই পুরস্কার পেতে হলে পুরো মৌসুমে এক হাজার মিনিট খেলতে হবে মাঠে। মেসির সঙ্গে ফেভারিটের তালিকায় আছেন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়ে ১৩ গোল ও ১৫ অ্যাসিস্ট করা রিকি পুইগ। তাদের সঙ্গে রয়েছেন কলম্বাস ক্রুর হয়ে ১৯ গোল করা কুচো হার্নান্দেজ।
চলতি মৌসুমে ইতিমধ্যে ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড শিরোপা নিশ্চিত করেছে মিয়ামি। ২০২০ সালে মেজর লিগ সকারে যাত্রা শুরুর পর এ টুর্নামেন্টে তাদের প্রথম ট্রফি এটি। গতবছর মেসি যোগ দেয়ার পর লিগস কাপ জিতেছিল মিয়ামি।
মেজর লিগ সকারে দুটি মূল ট্রফির একটি সাপোর্টার্স শিল্ড। আরেকটি হল এমএলএস কাপ। নিয়মিত মৌসুমে ৩৪ ম্যাচজুড়ে সামগ্রিক পারফরম্যান্সে সবচেয়ে ধারাবাহিক দল পায় সাপোর্টার্স শিল্ড। ১৬টি ভিন্ন দল এপর্যন্ত জিতেছে ট্রফিটি।









