লিওনেল মেসি চোট থেকে ফিরেই গোল করেছেন, সতীর্থকে দিয়েও গোল করিয়েছেন, ইন্টার মিয়ামি জয় পেয়েছে। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে ফেরার ম্যাচে কোচ হাভিয়ের মাশ্চেরানোর নজরে ছিলেন বিশ্বজয়ী কিংবদন্তি। ম্যাচজুড়ে মেসিকে শতভাগ ফিট মনে হয়নি আর্জেন্টাইন কোচের। আবারও পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে, মনে করছেন মাশ্চেরানো।
চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারের ম্যাচে রোববার ভোরে এলএ গ্যালাক্সিকে ৩-১তে হারিয়েছে মাশ্চেরানোর দল। মেসির পাশাপাশি গোল পেয়েছেন জর্ডি আলবা এবং লুইস সুয়ারেজ। গ্যালাক্সির গোলটি করেছেন জোসেফ পেইন্টসিল। স্কোয়াডে নাম থাকলেও শুরুর একাদশে ছিলেন না মেসি। তাকে পেয়ে বেড়ে যায় দলের খেলার ধার, ম্যাচের শেষদিকে তাকে বেশ ক্লান্ত মনে হয়েছে মাশ্চেরানোর।
পরে ৪১ বর্ষী মাশ্চেরানো বলেছেন, ‘লিও ১০০ শতাংশ স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। আগামীকাল আমরা দেখব কেমন অনুভব করছেন। মিনিট গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা ক্লান্ত হয়ে পড়ছিলেন, তার ক্লান্তি মূল্যায়ন করতে হবে। তবে শেষ তিন অনুশীলন সেশনে তাকে বেশ উন্নতি করতে দেখেছি, মূল বিষয় হল কীভাবে সেরে ওঠেন এবং দিনে দিনে কেমন অনুভব করেন।’
‘তিনি প্রতিটি ম্যাচ খেলতে চান। অরল্যান্ডোর বিপক্ষে মাঠে থাকতে চান। বুঝতে হবে এটা লিও, সবসময় মাঠে থাকতে চান। মাঠের সবচেয়ে সুখী মানুষ। তার ব্যাপারে আমাদেরও নজর রাখতে হবে, ধীরগতিতে আগাতে হবে। সবচেয়ে বড় কথা নিজের শরীরকে অন্যদের চেয়ে ভালোভাবে জানেন, আমরা তাকে শেষ মিনিট পর্যন্ত সময় দেয়ার চেষ্টা করেছি, যাতে বুধবার খেলার আগে ভালো বোধ করতে পারেন।’









