গুরুতর চোটে পড়া লিওনেল মেসি দ্রুতই মাঠে ফেরার আশার বাণী শুনিয়েছিলেন। যদিও আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে মিলেছে দুঃসংবাদ। ডানপায়ের গোড়ালিতে লিগামেন্টের চোট ধরা পড়ায় অনির্দিষ্টকালের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে।
ইন্টার মিয়ামির পক্ষ থেকে এলএম টেনের চোট নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘শারীরিক পরীক্ষার পর লিও মেসির ডান পায়ের গোড়ালিতে লিগামেন্টে চোট ধরা পড়েছে। নিয়মিত পর্যবেক্ষণ ও তার অবস্থার উন্নতির ভিত্তিতে বোঝা যাবে, অধিনায়ককে কবে খেলায় পাওয়া যাবে। ’
মেসির অবশ্য গোড়ালিতে অস্ত্রোপচার করানোর প্রয়োজন নেই বলেই নিশ্চিত করেছে মিয়ামি। হাড়ে তিনি কোনো আঘাত পাননি। ইতিমধ্যেই আর্জেন্টাইন অধিনায়ক পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন। সামনের দিনগুলোতে মিয়ামির ঠাঁসা সূচি থাকলেও দলেও সেরা তারকাকে ছাড়াই দলটিকে খেলতে হবে।
কোপা আমেরিকার শিরোপার নির্ধারণী ম্যাচে বলের দখল নিতে গিয়ে ৬৪ মিনিটে ভারসাম্য হারিয়ে পড়ে যান মেসি। পরে চোট নিয়ে হেঁটে মাঠ ছাড়েন এবং ডাগআউটে ফিরে কান্নায় ভেঙে পড়েন।
আবেগে ভেঙে পড়া আর্জেন্টাইন মহাতারকা বেঞ্চে বসে চোখের জল ধরে রাখতে পারেননি। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমন পরিণতি যেন কিছুতেই মানতে পারছিলেন না।
যদিও বেদনাদায়ক সেই ঘটনার পর আনন্দের সমাপ্তির স্বাদ পান এলএম টেন। আর্জেন্টিনার রেকর্ড ১৬তম কোপা আমেরিকা জয় উদযাপন করেন। গোড়ালিতে ব্যথা নিয়েই মেসি সতীর্থদের সাথে আবেগী উদযাপন করেছেন, আলবিসেলেস্তেদের হয়ে আরেকটি শিরোপা উঠেছে তার হাতে। ব্যাক টু ব্যাক কোপা শিরোপা, মাঝে বিশ্বকাপ জয় তো আছেই।









