বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের পর ৪টি প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচগুলো হবে অ্যাঙ্গোলা, চীন এবং কাতারে। অক্টোবর-নভেম্বরে ম্যাচগুলো খেলার কথা রয়েছে লিওনেল মেসি-মার্টিনেজদের। এছাড়া জুনের ৪ তারিখে চিলি, ৯ তারিখে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই খেলবে আলবিসেলেস্তেরা। ব্যস্ত অক্টোবর-নভেম্বরের আগে সেপ্টেম্বরের ৯ তারিখে ভেনেজুয়েলা ও ১৪ তারিখে ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে খেলবেন মেসিরা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম বলছে, অ্যাঙ্গোলায় নভেম্বরে দেশটির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার। অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি ম্যাচ খেলা হবে।
আর্জেন্টিনার সাংবাদিক গ্যাস্টন এদুলের প্রতিবেদন, অক্টোবরে চীনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। আরও একটি প্রীতি ম্যাচ খেলবে কাতারে, যেখানে ৩৬ বছর পর শিরোপা উঁচিয়ে ধরেছিল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।









