কবে বড়পর্দায় পা রাখবেন ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী? অসংখ্যবার এমন প্রশ্ন শুনতে হয়েছে তার নিজেকেও। অভিনয়ে ১৪ বছর কাটানোর পর শুক্রবার (২০ ডিসেম্বর) বড়পর্দায় অভিষিক্ত হলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার খ্যাত এই অভিনেত্রী।
শুক্রবার দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল মেহজাবীন অভিনীত প্রথম কোনো ছবি! নাম ‘প্রিয় মালতী’। শুধু মেহজাবীন নয়, এই ছবির মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবেও অভিষিক্ত হলেন শঙ্খদাশ গুপ্ত!
প্রথম সিনেমা মুক্তির আগে স্বভাবতই আবেগপ্রবণ অভিনেত্রী মেহজাবীন। ‘প্রিয় মালতী’ মুক্তির আগের দিন তাই মন খুলে প্রকাশ আবেগঘন বার্তা!
বৃহস্পতিবার রাতে দেয়া পোস্টে মেহজাবীন লিখেন,“আগামীকাল (শুক্রবার) আমার জীবনের অন্যতম বিশেষ দিন হতে চলেছে। যে দিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি একজন অভিনয় শিল্পী হতে চাই, সেই দিন থেকে আমি এই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি।”
এসময় ক্যারিয়ারে অবদান রাখা সবার প্রতি কৃতজ্ঞ জানিয়ে অভিনেত্রী লিখেন,“এই মুহূর্তে, আমি আমার জীবনের সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। ২০১০ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে আমার প্রথম দিনগুলো থেকে শুরু করে আমার প্রতিটি মেন্টর, সহশিল্পী, পরিচালক, সহকারী, ক্রু মেম্বার, মেকআপ আর্টিস্ট, কোরিওগ্রাফার, জার্নালিস্ট, ইন্ডাস্ট্রির সহকর্মী এবং এই যাত্রায় আজ পর্যন্ত যাদের সঙ্গে দেখা হয়েছে, তাদের সবাইকে।”
আবেগ প্রকাশ করে এদিন মেহজাবীন আরো বলেন,“আপনারা সবাই মিলে আমাকে আজকের ‘আমি’ বানিয়েছেন। এবং আগামীকাল আমার জীবনের একটি অত্যন্ত বিশেষ অধ্যায়ের সূচনা হবে। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আবারও আপনাদের সকলের কাছে আমার চলচ্চিত্র ‘প্রিয় মালতীর’ জন্য দোয়া কামনা করছি। আমি সবসময় আপনাদের পাশে পেয়েছি এবং আশা করি এই নতুন অধ্যায়েও আপনাদের আমার পাশে পাব।”
‘প্রিয় মালতী’ সিনেমায় নাম ভূমিকায় ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সমু চৌধুরী, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, মোমেনা চৌধুরী, রিজভী রিজু, শাহজাহান সম্রাট ও আনিসুল হক বরুণ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড।









