ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলার বিষয়ে সংগঠনটির সভাপতি সারোয়ার আলী বলেছেন, নিরাপত্তাহীনতার অবসান ঘটুক, বাঙালি সংস্কৃতির যাত্রাপথ নির্বিঘ্ন হোক।
আবহমান বাংলা সংস্কৃতি ও মুক্তচিন্তার ওপর সাম্প্রতিক সহিংস আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার ২৩ ডিসেম্বর বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে ‘গানে গানে সংহতি-সমাবেশ’ এর বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সারোয়ার আলী বলেন, এমন পরিস্থিতিতে প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে জাতিসত্তা সংস্কৃতি সুরক্ষায় সমাজকে সক্রিয় করবে। নিরাপত্তাহীনতার অবসান ঘটুক। বাঙালি সংস্কৃতির যাত্রাপথ নির্বিঘ্ন হোক।
সমাবেশে দেশের বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সংস্কৃতিসেবী ও প্রগতিশীল চিন্তাধারার মানুষ অংশ নেন।
সমাবেশে সংগঠনের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেছে বাংলা সংস্কৃতি, মানবতা, অসাম্প্রদায়িক চেতনা ও প্রতিবাদের শক্তিকে ধারণ করা একাধিক কালজয়ী গান।
এই সংহতি-সমাবেশের মাধ্যমে সহিংসতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি বাংলা সংস্কৃতির অসাম্প্রদায়িক, মানবিক ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন করে উচ্চকিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। গান ও কণ্ঠের ঐক্যের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করাই এ সমাবেশের মূল বার্তা।









