কলকাতার লালবাজারের কাছের এজরা স্ট্রিটে শনিবার ভোরে একটি গুদামে আগুন লাগে। দাহ্য পদার্থ ও ইলেকট্রনিক সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, এবং ঘন কালো ধোঁয়া পুরো এলাকায় ছড়িয়ে যায়।
শনিবার ১৫ নভেম্বর , প্রকাশিত এক প্রতিবেদনে ইন্ডিয়া টিভি নিউজ এই তথ্য জানায় ।
দমকল বাহিনী ২০টি ইঞ্জিন এবং ৯টি জেট নিয়ে আগুন নেভানোর কাজ চালায়, তবে সংকীর্ণ গলির কারণে কাজে সমস্যা সৃষ্টি হয়। ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসের প্রধান রণবীর কুমার জানান, ‘আগুন নিয়ন্ত্রণে, তবে প্রচুর ধোঁয়া রয়েছে।’
এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুনের কারণ হিসেবে শর্ট সার্কিটকে সন্দেহ করা হচ্ছে। এলাকাটি ঘেরাও করে যান চলাচল বন্ধ করা হয়েছে ।









