১৯৯১ সালের ২০ অক্টোবর জন্মেছিলেন অস্ট্রেলিয়ান পেস অলরাউন্ডার মিচেল মার্শ। ৩৩তম বর্ষে পা দিয়েছেন বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দিনে। জন্মদিনে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেছেন মার্শ। দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে জন্মদিনে সেঞ্চুরি পেয়েছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে ১০টি চার ও ৯টি ছক্কায় ১২১ রানের ইনিংস খেলেছেন মার্শ। ১০০তম বলে পূর্ণ করেন সেঞ্চুরি। ওপেনিংয়ে বাঁহাতি ডেভিড ওয়ার্নারের সাথে নেমে গড়েন ২৫৯ রানের রেকর্ড গড়া জুটি। বিশ্বকাপে অজিদের হয়ে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। এক রানের জন্য ছুঁতে পারেননি বিশ্বকাপে অজিদের হয়ে সর্বোচ্চ ২৬০ রানের জুটি।
মার্শের আগে বিশ্বকাপের ম্যাচে জন্মদিনে সেঞ্চুরি পেয়েছেন নিউজিল্যান্ডের টপঅর্ডার ব্যাটার রস টেলর। ২০১১ সালে ২৭তম জন্মদিনে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে সেঞ্চুরি করেছিলেন। ওই ম্যাচের প্রতিপক্ষও ছিল পাকিস্তান।
বেঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে আগে বল নেয়ার খেসারত দিতে হয়েছে এ দুই ব্যাটারের কাছে। ৫০ ওভারে অজিরা তুলেছে ৩৬৭ রান।








