স্বৈরাচারী-ফ্যাসিবাদী সরকারের পতন থেকে যদি কেউ শিক্ষা না নেয়, তাহলে তাদের পরিণতিও সেই একই হবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে দেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে।
সোমবার (৭ জুলাই) দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ের স্বাধীনতা চত্বরে এনসিপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।
তিনি বলেন, আমরা যে ইশতেহার ঘোষণা করবো সেখানে আপনার, আমার সকলের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে। নতুন বাংলাদেশ পুনর্গঠনের রূপরেখা থাকবে।
নাহিদ ইসলাম বলেন, আমরা বলছি দেশের মৌলিক সংস্কার প্রয়োজন। আমরা বলছি জুলাই ঘোষণাপত্র দিতে হবে। আমরা বলছি গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। যারা নিহত হয়েছে গণঅভ্যুত্থানে তাদের শহীদি মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সংবিধানে স্বীকৃতি থাকতে হবে। এ জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ। আমরা কোনো ধরনের টালবাহানা কিংবা কোন ধরনের ষড়যন্ত্র মেনে নেব না।









