এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে আলোচনা একরকম থেমেই গিয়েছিল। মার্টিনেজ অ্যাস্টন ভিলাতেই থাকছেন এমন ছিল পরিস্থিতি। ম্যানচেস্টার ইউনাইটেড বিশ্বজয়ী আর্জেন্টাইন গোলরক্ষককে দলে টানার চেষ্টা আবারও শুরু করেছে। পাল্টে যাচ্ছে পরিস্থিতি।
ইউনাইটেড কোচ রুবেন আমোরিম দলবদল শেষের আগে নতুন গোলকিপার চাচ্ছেন। ক্লাবটির গোলরক্ষক অ্যালতাই বায়িন্দির ও আন্দ্রে ওনানার পারফরম্যান্স নিয়ে মৌসুমের শুরুতেই প্রশ্ন উঠে গেছে। তাদের ভুলে মৌসুমের শুরুতে একাধিক গোল হজম করতে হচ্ছে।
কারাবাও কাপে চতুর্থ স্তরের দলের কাছে হারের পাশাপাশি ট্রাইব্রেকারে ১২টা পেনাল্টি হজম করেছে ইউনাইটেড। প্রিমিয়ার লিগে তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেলেও ৯০ মিনিট পর্যন্ত ২-২ সমতা ছিল বার্নলির সাথে, শেষ মুহূর্তে পেনাল্টিতে ব্রুনো ফের্নান্দেজের গোলে জয় আসে।
রয়্যাল অ্যান্টওয়ার্পের গোলরক্ষক সেনে ল্যামেন্সকে ২০ মিলিয়ন ইউরোতে আনার জন্য ইউনাইটেড আলোচনা চালিয়ে যাচ্ছে। সেই চুক্তি সম্পন্ন করতে না পারলে বিকল্প পরিকল্পনা রেখেছে ক্লাবটি।
ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছেন, মার্টিনেজকে নিয়ে আবারও ভিলার সঙ্গে যোগাযোগ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রীষ্ম দলবদলেই দুই ক্লাবের মধ্যে এমিকে নিয়ে আলোচনা হয়েছিল। ৩৩ বর্ষী আর্জেন্টাইন গোলরক্ষকের ভিলা পার্ক ছাড়ার সম্ভাবনা দেখা দিয়েছিল মৌসুম শুরুর আগেই। ভিলা মার্টিনেজের জন্য বাড়তি ট্রান্সফার ফি চায়, আলোচনাও আটকে যায়। দলবদল শেষ হওয়ার আগমুহূর্তে আবারও সেই আলোচনা ফিরেছে।
চেলসির কাছে আর্জেন্টাইন আলেজান্দ্রো গার্নাচোকে বিক্রি করার পর রেড ডেভিলদের আর্থিক অবস্থা কিছুটা ভালো হয়েছে। যা এমির দলবদলে সহায়ক হতে পারে বলছেন বিশ্লেষকরা।









