ম্যানচেস্টার ইউনাইটেড রুবেন আমোরিমকে ছাঁটাইয়ের পর আপদকালীন কোচের দায়িত্ব নিচ্ছেন মাইকেল ক্যারিক। ক্লাবটির সাথে ইতিমধ্যে চুক্তিতে পৌঁছেছেন, খবর ব্রিটিশ গণমাধ্যমে। রেড ডেভিলদের সাবেক মিডফিল্ডার আগামী শনিবার ম্যানচেস্টার ডার্বিতে ডাগ আউটে থাকবেন।
ইংলিশ জায়ান্টদের দায়িত্ব দ্বিতীয়বার নেয়ার জন্য মুখিয়ে ছিলেন সাবেক কোচ নরওয়েজিয়ান ওলে গানার সোলশেয়ার। আপাতত ১৯৯৯ সালে ট্রেবল জেতা সোলশেয়ারের জায়গা হচ্ছে না তাদের ডাগআউটে। ৪৪ বর্ষী ইংলিশ ও ম্যানচেস্টারের সাবেক মিডফিল্ডার অন্তর্বর্তীকালীন হিসেবে ২০২৫-২৬ মৌসুমে দায়িত্ব সামলাবেন।
‘নীতি’ অনুসরণ করে ক্যারিককে দায়িত্ব দেয়া হচ্ছে। ইংলিশদের হয়ে ৩৪ ম্যাচ খেলা ক্যারিক পছন্দ অনুযায়ী কোচিং স্টাফ নিতে পারবেন।
পর্তুগিজ কোচ আমোরিমকে গত ৫ জানুয়ারি দায়িত্ব থেকে সরিয়ে দেয় ক্লাব কর্তৃপক্ষ। পরে অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে অন্তর্বর্তী সময়ের জন্য মূল দলের দায়িত্ব দেয়া হয়। এখন পুরো মৌসুমের জন্য আসছেন ক্যারিক।









