কক্সবাজারের উখিয়ায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন ছাত্রী।
রোববার (২৯ জুন) দুপুর দেড়টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার পালংখালী স্টেশনস্থ পেট্রল পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফুল ইসলাম।
নিহত ইফাত রিমু (১৩) উখিয়ার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার মৃত সাইফুল ইসলামের মেয়ে। সে স্থানীয় খাদিজাতুল কোবরা বালিকা মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। আহত ছাত্রীর নাম ও পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি ওসি।
স্থানীয়দের বরাতে আরিফুল ইসলাম বলেন, দুপুরে ইফাত রিমু মাদ্রাসার এক সহপাঠির সাথে বাড়ী ফিরছিল। এক পর্যায়ে রাস্তা পার হওয়ার সময় তাদের টেকনাফমুখী সীমান্ত স্পেশাল সার্ভিস পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে দুইজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ক্লিনিকে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর চালক ও সহকারি গাড়ি ফেলে পালিয়ে গেছে বলে জানান ওসি।
আরিফুল ইসলাম আরও বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।









