মাত্র কয়েক সেকেন্ডের টর্নেডোর আঘাতে গোপালগঞ্জের কাশিয়ানীতে উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি, মন্দির, অসংখ্য গাছপালা, বসতবাড়িসহ কমপক্ষে ২৫-৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকালে কাশিয়ানী উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর তাণ্ডবে ভাটিয়াপাড়া বাজারসহ আশপাশের এলাকায় এ ঘটনার সূত্রপাত। আজ শুক্রবার (৬ অক্টোবর) বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত টর্নেডোর আঘাতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কিছু কিছু এলাকায় রাস্তার ওপর বিদ্যুতের খুটি পড়ে থাকায় বিদ্যুৎ সরবরাহসহ যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ভাটিয়াপাড়া বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে টর্নেডো প্রবল গতিতে আঘাত হানে। মাত্র কয়েক সেকেন্ডের টর্নেডোর তাণ্ডবে বাজারের প্রায় ২৫-৩০টি দোকানঘর ও একটি মন্দির লণ্ডভণ্ড হয়ে যায়। নষ্ট হয়ে গেছে দোকানের সব ধরনের মালামাল। উড়ে গেছে বিভিন্ন দোকানপাটের সাইনবোর্ড। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। ভেঙে গেছে বৈদ্যুতিক খুঁটি। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঝড়ের তাণ্ডবে ব্যবসাপ্রতিষ্ঠানের টিনের চাল, বিদ্যুতের খুঁটি ও অসংখ্য দোকানপাট, গাছপালা পড়ে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি। শুক্রবার বিকাল পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ সম্ভব হয়নি।’








