ক্রমাগত বর্ণবাদের শিকার হয়ে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছেন ভিনিসিয়াস জুনিয়র। ভ্যালেন্সিয়ার ফুটবলার হুগো ডুরোর সঙ্গে তর্কে জড়িয়েছেন। একপর্যায়ে ডুরোর মুখে করে বসেন আঘাত। ভিএআরে বিষয়টি পরীক্ষার পর ম্যাচ শেষের আগ মুহূর্তে যোগ করা সময়ের সপ্তম মিনিটে রিয়াল মাদ্রিদ তারকাকে লাল কার্ড দেখান রেফারি।
অবশ্য লাল কার্ড দেখার জন্য নয়, বর্ণবাদের শিকার হওয়ার পর রিয়াল ফরোয়ার্ডের কড়া মন্তব্য ফুটবল দুনিয়ায় আলোচনার ঝড় তুলেছে। ২২ বর্ষী ব্রাজিলিয়ান লা লিগাকে বর্ণবাদের আখড়া হিসেবে অভিহিত করেছেন।
মেসটাল্লা স্টেডিয়ামে রোববার রাতের ম্যাচে গ্যালারিতে থাকা এক দর্শক ব্রাজিলিয়ান তারকাকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করতে থাকেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি রেফারির নজরে আনেন ভিনিসিয়াস। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় দ্বিতীয়ার্ধে কয়েক মিনিটের জন্য খেলা বন্ধও রাখতে হয়। পরে মেজাজ হারিয়ে দেখেন লাল কার্ড।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভিনিসিয়াস লিখেছেন, ‘একসময় রোনালদিনহো, রোনালদো, ক্রিস্টিয়ানো এবং মেসির অধীনে থাকা চ্যাম্পিয়নশিপটি আজ বর্ণবাদীদের আখড়া।’
‘এমন ঘটনা প্রথমবার নয়, দ্বিতীয়বারও না, তৃতীয়বারও নয়। অনেকবার হয়েছে। লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক বিষয় যেন। প্রতিযোগিতার আয়োজকরা মনে করে এটাই স্বাভাবিক। ফেডারেশনও তাই মনে করে। প্রতিপক্ষরা এটাকে উৎসাহিত করে।’
‘স্পেন একটি সুন্দর দেশ, যারা আমাকে স্বাগত জানিয়েছিল এবং আমি তাদের ভালোবাসি। কিন্তু তারা একটি বর্ণবাদী দেশের ভাবমূর্তি বিশ্বে রপ্তানি করতে উঠেপড়ে লেগেছে। আমি স্প্যানিয়ার্ডদের জন্য দুঃখিত, যারা আমার সাথে একমত নন। কিন্তু আজ ব্রাজিলে বর্ণবাদীদের দেশ হিসেবে স্পেন পরিচিত।’
‘দুর্ভাগ্যবশত প্রতি সপ্তাহে বর্ণবাদী আচরণ নিয়ে যা কিছু ঘটছে, তা থেকে আমার রক্ষা পাওয়ার উপায় নেই। এটা মানতে বাধ্য হচ্ছি। তবে আমি শক্ত আছি এবং বর্ণবাদীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাব। এমনকি এ স্থান থেকে অনেকদূরে থাকলেও লড়ব।’
পরিস্থিতি সামাল দিতে লা লিগা এক বিবৃতিতে বলেছে, ‘তারা বছরের পর বছর ধরে এই ধরণের (বর্ণবাদী) আচরণের বিরুদ্ধে লড়াই করছে। পাশাপাশি খেলার ইতিবাচক মূল্যবোধকে প্রচার করছে। কেবল খেলার মাঠেই নয়, এর বাইরেও।’
২০২১ সালের অক্টোবরে বার্সেলোনা এবং ২০২২ সালের মার্চে মায়োর্কার বিপক্ষে ম্যাচে ভিনিসিয়াসকে লক্ষ্য করে বর্ণবাদী স্লোগান দেয়ার ঘটনা ঘটেছিল।
গত বছরের সেপ্টেম্বরে মায়োর্কার বিপক্ষে রিয়ালের ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করার পর ভিনিসিয়াসের নেচে উদযাপনের সমালোচনা করেন স্প্যানিশ ফুটবল এজেন্টদের সভাপতি পেদ্রো ব্রাভো। স্প্যানিশ এক সকার শোতে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত হয়ে দাবি করেন, ভিনিসিয়াস তার উদযাপনের সঙ্গে প্রতিপক্ষকে সম্মান করছেন না। একইসঙ্গে তার আচরণকে বানরের সাথে তুলনা করেন।
শিরোপার দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া রিয়াল মাদ্রিদ অবশ্য ১-০ গোলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হেরেছে লিগ ম্যাচটিতে। পয়েন্ট টেবিলের তিনে নেমে গেছে। ৩৫ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭১।
একইদিনে ওসাসুনার বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়া অ্যাটলেটিকো মাদ্রিদ ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠেছে। আগেই শিরোপা নিশ্চিত করা বার্সেলোনার পয়েন্ট ৮৫।









