নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে আইপিএল। তিনবার ফাইনাল খেলেও কখনো শিরোপা না জেতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। বলিউড তারকা প্রীতি জিনতার মালিকানাধীন পাঞ্জাব কেবল একবারই ফাইনালে খেলেছিল। তবে শিরোপা জেতা হয়নি কখনো। বিরাট কোহলির বেঙ্গালুরু ৯ বছর পর আর পাঞ্জাব ১১ বছর পর লড়ছে প্রথম শিরোপার জন্য। আইপিএল ফাইনালে টসে জিতে কোহলিদের আগে ব্যাটে পাঠিয়েছে পাঞ্জাব।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা মহারণ গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
শিরোপা মঞ্চে কোনো পরিবর্তন আনে নাই পাঞ্জাব। দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলা একাদশের উপর ভরসা রাখছে তারা। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে খেলা একাদশ থেকে এক পরিবর্তন এনেছে বেঙ্গালুরু। সুয়াষ শর্মাকে বসিয়ে মায়াঙ্ক আগারওয়ালকে একাদশে সুযোগ দিয়েছে তারা।
চলতি আসরে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল দুদল। ওই ম্যাচে পাঞ্জাবকে ১০১ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেট হাতে রেখে ১০ ওভারে জিতে ফাইনাল নিশ্চিত করে বেঙ্গালুরু।









