প্রয়াত সংগীতশিল্পী কেকে-কে রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জানাবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বাঁকুড়া থেকে কলকাতায় ফিরে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সকালে বাঁকুড়ায় দলীয় সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কেকে-কে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার। প্রথমে তিনি জানান, কলকাতা বিমানবন্দরে প্রয়াত শিল্পীকে সম্মান জানানো হবে। পরে সিদ্ধান্ত বদলে জানানো হয় রবীন্দ্র সদনেই রাখা হবে শিল্পীর মরদেহ।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই সিদ্ধান্ত তিনি কেকের পরিবারের সঙ্গে কথা বলেই নিয়েছেন। ৫টা ১৫ মিনিটে তাদের ফ্লাইট। হাতে সময় থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান মমতা।
ছেলে নকুলকে সঙ্গে নিয়ে বুধবার সকালে কলকাতায় এসে পৌঁছান কেকে-র স্ত্রী জ্যোতি। মঙ্গলবার রাতেই গায়কের মৃত্যু সংবাদ পেয়েছিলেন তার ২১ বছরের জীবনসঙ্গী।
এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কেকের। কেকে-র দেহ ফিরিয়ে নিয়ে যেতে শিল্পীর পরিবার যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। রবীন্দ্র সদনে গান স্যালুট দেওয়ার পর দেহ নিয়ে আসা হবে কলকাতা বিমানবন্দরে। সেখান থেকেই শিল্পীর দেহ মুম্বাইয়ে নিয়ে যাবে প্রয়াত শিল্পীর পরিবার।
মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে একটি অনুষ্ঠানে যোগ দেন কেকে। জানা গিয়েছে, অনুষ্ঠান শেষে হোটেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই তাকে সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে তার।
সূত্র: জি নিউজ









