বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তাকে জাতির কঠিন সময়ের আশার আলো হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার ৩০ ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে শোক জানান তিনি। শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, বরং তিনি ছিলেন অকুতোভয় প্রতিরোধের প্রতীক এবং অনন্য স্তরের একজন দেশপ্রেমিক। তার প্রয়াণে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শোকের ছায়া নেমে এসেছে, সেখানে সরকারের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
প্রেস সচিব শফিকুল আলম তাঁর বার্তায় বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের ওপর আলোকপাত করে লিখেছেন, তিনি ছিলেন সকল নেতার মধ্যে সবচেয়ে মর্যাদাশীল। আমাদের প্রতিরোধের এক উজ্জ্বল প্রতীক এবং সর্বোচ্চ মানের একজন দেশপ্রেমিক।
তিনি লিখেছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন এক অদম্য যোদ্ধা, আমাদের সবচেয়ে কঠিন সময়ে আশার আলো। আজীবনের সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের প্রকৃত আত্মাকে সংজ্ঞায়িত করে গেছেন। তিনি ছিলেন আমার নায়ক।
শোকবার্তার শেষ অংশে প্রেস সচিব মরহুমার আত্মার চিরশান্তি কামনা করেন। তিনি প্রার্থনা করেন যে, মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদার আসনে স্থান দান করেন। এই বীর সংগ্রামী নেত্রীর বিদায়ে তার প্রতি সম্মান জানিয়ে শফিকুল আলম লেখেন, ‘আপনি চির শান্তিতে ঘুমান।’









