প্যারিস অলিম্পিকে ১৪তম দিনে মেয়েদের ৫০০ মিটার ক্যানো স্প্রিন্টে স্বর্ণ জিতেছে চীন। জু শিক্সিয়াও এবং সান মেঙ্গিয়া চীনের আধিপত্য ধরে রেখেছেন। এ নিয়ে দেশটির স্বর্ণ পদকের সংখ্যা দাঁড়াল ৩০টি।
চীনের দ্বৈত জুটি টোকিও অলিম্পিকেও সোনাজয়ী জুটি ছিলেন। প্যারিস অলিম্পিকে তাদের সময় লেগেছে ১ মিনিট ৫২ দশমিক ৮১ সেকেন্ড। শুরুর ধারাবাহিকতা ধরে রেখে পদক আনেন তারা।
তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় কানাডা ও ইউক্রেনের মধ্যে। শেষ হাসিটা হাসে ইউক্রেন, ১ মিনিট ৫৪ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক জিতেছেন ইউক্রেনের লিউডমিলা লুজান এবং আনাস্তাসিয়া রাইবাচোক।
৬ সেকেন্ড বেশি অর্থাৎ, ১ মিনিট ৫৪ দশমিক ৩৬ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন কানাডার স্লোয়ান ম্যাকেঞ্জি এবং কেটি ভিনসেন্ট।









