ফিফা র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে হারিয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে এবার সিরিজ জয়ের মিশন। দুই ম্যাচ আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথমটিতে জয়ের ধারায় ফেরা সাবিনা-মারিয়া-তহুরারা আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। এবার দ্বিতীয়টি জিতে সিরিজ জয়ের উল্লাস করতে চায় সাইফুল বারী টিটুর দল।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার বেলা ৩টায় সিরিজের দ্বিতীয় খেলাটি মাঠে গড়াবে। টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে বাংলাদেশ বেতার।
সিরিজ জিততে হলে লাল-সবুজের দলের দলের ড্র করায় যথেষ্ট। যদিও স্বাগতিকরা জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না। ম্যাচের আগের দিন রোববার বিকেলে বাংলাদেশ ও সিঙ্গাপুর দল ম্যাচ ভেন্যুতে চূড়ান্ত অনুশীলন করেছে।
গত শুক্রবার প্রথম ম্যাচে অতিথিদের ৩-০ গোলে বাঘিনীরা জয় তুলে নেয়। জোড়া গোল করেন ফরোয়ার্ড তহুরা খাতুন। ডিফেন্ডার আফিদা খন্দকারের হেড থেকে আরেকটি গোল করেন।
র্যাঙ্কিংয়ের ১৩০তম অবস্থানে থাকা সিঙ্গাপুরের কাছে ছয় বছর আগে এক প্রীতি ম্যাচে ৩-০ গোলে হারের তিক্ত স্বাদ মিললেও সাবিনারা সেই মধুর প্রতিশোধই প্রথম ম্যাচে নিয়েছিল। স্বাচ্ছন্দ্যে আধিপত্য বিস্তার করে ১৪২তম স্থানে থাকা বাংলাদেশ সিরিজটা নিজেদের করতে মরিয়া।
গত বছরের সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে শিরোপা জয়ের পর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ নারী ফুটবল দল। আন্তর্জাতিক ফুটবলে ১৪ মাস পর পাওয়া জয়ে আবারো সুসময় ফিরে পেতে চাইছে টিম টাইগ্রেস।







