কয়েকদিন আগে অভিনেতা জুনিয়র এনটিআর ‘দেবেরা পার্ট ওয়ান’ এর শুটিং শেষ করেছেন। এর মাঝে জানা গেল একটি দুঃসংবাদ। অভিনেতা কবজিতে বড় আঘাত পেয়েছেন। তার হাতে প্লাস্টারও করা হয়েছে।
গুঞ্জন রটে জুনিয়র এনটিআর দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই খবর রটায় দুশ্চিন্তায় পড়েন ভক্তরা। ভক্তদের দুশ্চিন্তা দূর করতে সেট থেকে একটি ছবি শেয়ার করে আঘাত পাওয়ার কারণ জানিয়েছে অভিনেতার টিম। সাথে জুড়ে দেয়া হয়েছে অভিনেতার প্লাস্টার করা হাতের ছবি।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কিছুদিন আগে জিমে ব্যায়াম করার সময় এনটিআর-এর বাম হাতের কবজিতে সামান্য আঘাত লেগেছিল। সতর্কতা হিসেবে তার হাতে প্লাস্টার করে দেওয়া হয়েছে। আঘাত থাকা সত্ত্বেও, জুনিয়র এনটিআর গত রাতে দেবেরার শুটিং শেষ করেছেন। শরীর খারাপ নিয়ে লড়াইও চালিয়েছেন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কয়েক সপ্তাহের মধ্যেই প্লাস্টার সরিয়ে দেয়া হবে এবং তিনি শিগগির কাজে ফিরবেন বলে জানা গিয়েছে। আমরা অনুরোধ করছি, এই ছোটখাটো আঘাতের বিষয়ে কোনও জল্পনা না করার জন্য।’
মঙ্গলবার জুনিয়র এনটিআর সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন। অভিনেতা লিখেছেন ‘দেবেরা পার্ট ওয়ান’-এর জন্য আমি আমার শেষ শট দিয়েছি। এটা একটা অনবদ্য জার্নি। আমি প্রচুর ভালোবাসা পেয়েছি এবং এই দুর্দান্ত টিমটিকে মিস করব। ২৭ সেপ্টেম্বরের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে।’
কোরাটালা শিবা পরিচালিত এবং যুবসুধা আর্টস-এনটিআরআর্টস দ্বারা প্রযোজিত, নন্দামুরি কল্যাণ রামের উপস্থাপনায়, ‘দেবেরা: পার্ট ওয়ান’ আগামী ২৭ সেপ্টেম্বর, ২০২৪-এ মুক্তি পেতে চলেছে। অভিনেতা ভক্তদের আশ্বস্ত করেছেন যে ছবিটির জন্য অপেক্ষা করাটা সকলের কাছেই সার্থক হবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস









