বেন অ্যাফ্লেকের সাথে বিচ্ছেদের পরে নিজের সাজপোশাকে বাড়তি নজর দিয়েছেন জেনিফার লোপেজ। তবে বেহিসাবি খরচের লাগাম টানার হুঁশিয়ারি দিয়েছে অভিনেত্রীর ফিনান্সিয়াল টিম।
সম্প্রতি ডিজাইনার জামা কিনে এক দিনেই এক লক্ষ ডলার খরচ করে ফেলেছেন জেনিফার লোপেজ। আন্তর্জাতিক গণমাধ্যম ‘টাচ উইকলি’র প্রতিবেদনে লেখা হয়েছে, ‘লোপেজ বর্তমানে বিলিয়নিয়ারের মতো খরচ করছেন। প্রায় দিনই তিনি লক্ষ ডলার খরচ করছেন। যেভাবে তিনি অপচয় করছেন, সেটাকে পাগলামিই বলা চলে। তবে তার মতে এভাবে খরচ করে তিনি সুখ পান, তাই করছিলেন।’
জেনিফার লোপেজের মোট সম্পদের পরিমাণ ৪০০ মিলিয়ন ডলার। তবে যেভাবে তিনি খরচ করছেন, তাতে দুশ্চিন্তায় পড়ে গেছেন শিল্পীর ফিনান্সিয়াল টিম। লোপেজের কাছের এক সূত্র গণমাধ্যমকে বলেন, ‘প্রথমত তাকে এই ডিভোর্স স্যাটেল করতে ৫০ মিলিয়ন ডলারের মতো খরচ করতে হবে। তার ওপর তিনি এভাবে খরচ করছেন, ৫০ মিলিয়নের আরেকটি বাড়িও কিনছেন।’
২০০০ সালের দিকে প্রেমের সম্পর্কে জড়ান জেনিফার ও বেন। যা গড়ায় বিয়ের সিদ্ধান্তে। ২০০২ সালে করেন আংটি বদল। কিন্তু হঠাৎ বিয়ের পিঁড়িতে না বসে ব্রেকআপ করেন তারা।
এরপর অন্য জীবনসঙ্গীকে সাথে নিয়েই কাটিয়ে দিতে শুরু করেন সময়। বিচ্ছেদের ২০ বছর পার হলে আবারও তারা একে অন্যের প্রেমে পড়েন। ২০২২ সালে করেন আংটি বদল। সে বছরই জুলাই মাসে ধুমধাম করে বিয়ে করেন।
তারপর বিয়ের দুই বছর পেরোতেই জটিলতা শুরু হয় তাদের মাঝে। কোনো আইনজীবী ছাড়া নিজেই আদালতে অ্যাফ্লেকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন জেনিফার। ২০২৪ সালে জুলাই মাস থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস









