মুম্বাইতে ‘বরবাদ’-সিনেমার শুটিং হয়েছে অনেক বড় ক্যানভাসে। মুম্বাইয়ের রাস্তায় যখন শুটিং করছিলাম, সেখানকার মানুষ রাস্তায় দাঁড়িয়ে শুটিং দেখছিল। তারা শাকিব ভাইকে বলিউডের কোনো স্টার ভাবছিল। কারণ, বলিউডের শুটিং যে আয়োজন করে হয়, বরবাদ-ও একই আয়োজনে শুটিং হয়েছে। মানুষজন শাকিব ভাইকে দেখে দৌড়ে এসে ছবি তুলতে চাচ্ছিল!
-এভাবে ‘বরবাদ’ সিনেমার শুটিং অভিজ্ঞতা বলছিলেন অভিনেতা জাহিদ ইসলাম। তিনি ‘বরবাদ’-এ একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন।
চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে জাহিদ বলেন, আমাদের সংসদ ভবনের সামনে যেমন মানিক মিয়া এভিনিউ আছে, মুম্বাই-তেও তেমনি বড় অনেক রাস্তা রয়েছে। এমন একটি বড় রাস্তায় শুটিং হয়েছে। সুন্দরভাবে ঝামেলা ছাড়াই শুটিং করি। সেখানে অনেকে এসে আমাকে জিজ্ঞেস করেছে এটা বলিউডের কোন স্টারের সিনেমার শুটিং হচ্ছে? তখন আমি বলি উনি বলিউডের স্টার না, বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। অনেক মানুষ হাসিমুখে বলেছে, শাকিব ভাইয়ের গেটআপ লুক দেখে বলেছে বলিউডের স্টারদের চেয়ে তাকে কোনো অংশ কম সুন্দর লাগেনি।
জাহিদ ইসলাম বলেন, শাকিব ভাইকে সামনে দেখে যে কেউ ফিদা হবে। এখন তিনি নিজেকে প্রতি সিনেমায় যেভাবে নতুনভাবে প্রেজেন্ট করছে তাকে দেখে মুগ্ধ হওয়াই স্বাভাবিক। মুগ্ধ হওয়ার মতো সব গুণ উনি ক্যারি করেন। আমরা যারা তার সঙ্গে কাজ করেছি, মিশেছি বা কথা বলেছি তারা জানি উনি মানুষ হিসেবেও কত ভালো। সবাইকে রেসপেক্ট দিয়ে আর্টিস্ট যদি বলি, উনি বাংলাদেশের অতীতের সব শিল্পী, স্টারদের সবাইকে ছাড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ভবিষ্যতে তাকে কেউ টপকাতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমার সঙ্গে যদি কেউ দ্বিমত পোষণ করে কিছু করা নেই। কারণ আকাশে চাঁদ সূর্য উঠলে যেমন সবাই দেখে তেমন শাকিব ভাইয়ের স্টারডম সবাই জানে।
প্রায় ২৫টির বেশি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছে জাহিদ ইসলাম। আসন্ন ঈদে তার অভিনীত বরবাদের সঙ্গে জংলি নামে আরেক ছবি আসছে। জাহিদ বলেন, ‘বরবাদ’ নিয়ে কিছু বললেও কম হয়ে যাবে। কারণ, এটা শাকিব ভাইয়ের সিনেমা। আর জংলি হতে পারে সিয়ামের কামব্যাক সিনেমা। এই সিনেমাটি যদি দর্শক পছন্দ করে তাহলে মাসের পর মাস হল থেকে নামবে না। সিয়ামের পাশাপাশি এর ডিরেক্টর এম রাহিম অনেক চেষ্টা করেছেন ছবিটা ভালো হওয়ার জন্য। আমি চাই, বরবাদের পাশাপাশি জংলি-ও দর্শক দেখুক।
নিজের সিনেমা ক্যারিয়ার নিয়ে জাহিদ বলেন, আমার অনেক টাকা পয়সা চাই না, কিন্তু ভালো ভালো ক্যারেক্টার করতে চাই। ১৫টার সিনেমার অফার পেলে ভালো দেখে ২টা সিনেমা করি এবং ভালো ডিরেক্টর দেখে কাজ করি। সুযোগ কম পাচ্ছি, সবার সাপোর্ট পেলে হয়তো সামনে পাবো।









