লেবাননে অব্যাহত বিমান হামলার মধ্যেই এবার স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এর অংশ হিসেবে ইসরাইলের উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর চলমান মহড়া পরিদর্শন করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন, গাজা উপত্যকা থেকে লেবানন সীমান্তে স্থানান্তর করা ‘সাঁজোয়া বহরের যোদ্ধা ও প্যারা ট্রুপারদের’ সঙ্গে দেখা করেছেন তিনি।
ওই পোস্টেই, ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিজেদের বাড়িঘরে ফেরাতে তারা যেকোন ধরনের পদক্ষেপ নিতে চান বলেও জানান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট।
রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজায়ও স্থল অভিযানের আগে নির্বিচার বিমান হামলা চালিয়েছিলো তারা।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একনায়ক হিটলারের সঙ্গে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।









