যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জি-৭ দেশগুলোকে সতর্ক করে জানিয়েছেন, আজ সোমবার (৫ আগস্ট) থেকে ইসরায়েলের বিরুদ্ধে ইরান এবং হিজবুল্লাহর আক্রমণ শুরু হতে পারে।
টাইমস অফ ইসরায়েলের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আজই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার ইসরায়েলের মাটিতে আক্রমণ প্রতিরোধ করতে এবং ইরানের ওপর একটি পূর্বনির্ধারিত হামলার অনুমোদন দিতে পারে।
নেতানিয়াহু এই বিষয়ে ইতিমধ্যে ইসরায়েলের শীর্ষস্থানীয় গোয়েন্দা সংস্থা মোসাদ এবং শিন বেট, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং আইডিএফ চিফ অফ স্টাফ হারজি হালেভিওর সাথে আলোচনা করেছেন।
এর আগে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণ বাড়াবে। সম্ভাব্য সামরিক স্থাপনা ছাড়াও আরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করবে তারা।
উল্লেখ্য, তেহরানে সম্প্রতি এক হামলায় হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহকে হত্যার কারণে ইসরায়েলের ওপর প্রতিশোধ নেয়ার কথা জানায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আল খামেনি।









