বাংলাদেশের সমুদ্র সম্পদ আহরণে বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও ভারত মহাসাগরীয় সমুদ্রপথ যেন শান্তিপূর্ণ থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন বাংলাদেশের সরকারপ্রধান।
আজ ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আঞ্চলিক জল ও সমুদ্রসীমা আইনের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রে তেল, গ্যাস উত্তোলনের জন্য ইতোমধ্যেই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা তেল, গ্যাস উত্তোলনে বিনিয়োগ করতে পারেন। ভারত মহাসাগরীয় সমুদ্রপথ যেন শান্তিপূর্ণ থাকে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন বাংলাদেশের সরকারপ্রধান।
বিশাল সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতে নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধনমন্ত্রী। দেশের বিশাল সমুদ্রসীমা ব্যবহার করে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ঘটানোর তাগিদ দেন তিনি। স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে চলতে আগামীর নৌবাহিনীকে স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তুলতে নতুন নতুন সক্ষমতা যুক্ত করার জন্য নানা পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রধনমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের সমুদ্র অঞ্চলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, বহির্বিশ্বের সাথে নিরবচ্ছিন্ন বাণিজ্যিক যোগাযোগ এবং দেশের সমুদ্রভিত্তিক অর্থনীতির অগ্রগতির গুরুত্ব অনুধাবন করে ১৯৭৪ সালে আঞ্চলিক জল ও সামুদ্রিক অঞ্চল আইন প্রণয়ন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার দেখানো সেই পথ অনুসরন করে প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তিপূর্ণ উপায়ে সমুদ্রসীমা নির্ধারণের মাধ্যমে পারস্পারিক সম্পর্কের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্বব্যাপী সমুদ্র বিষয়ক নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার পথিকৃৎ হিসেবে জাতির পিতার সেই সামুদ্রিক অঞ্চল আইন এ বছর ৫০ বছর পূর্ণ করলো।







