মেজর লিগ সকারে কলম্বাস ক্রুর বিপক্ষে নেমেছিল বিশ্বজয়ী আর্জেন্টাইন লিওনেল মেসির ক্লাব ইন্টার মিয়ামি। ম্যাচে গোলের দেখা পাননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে দল জিতেছে ১-০ গোলে। রেকর্ড সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল হান্টিংটন ব্যাংক ফিল্ডে।
মেসিদের ম্যাচ দেখতে এসেছিলেন ৬০ হাজার ৫১৪ জন দর্শক। এনএফএলের ম্যাচ ছাড়া স্টেডিয়ামটিতে আগে এতবেশি দর্শক উপস্থিতি দেখা যায়নি। এনএফএলের ম্যাচ ছাড়া অন্য ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড হয়েছে এদিন।
ম্যাচ হওয়ার কথা ছিল কলম্বাসের হোম গ্রাউন্ডে। ইন্টার মিয়ামি মহাতারকা মেসির জনপ্রিয়তার কথা চিন্তা করে খেলা সরিয়ে নেয়া হয় এনএফএলের ক্লিভল্যান্ড ব্রাউনসের মাঠে। মৌসুমে এটি দ্বিতীয় এবং সবমিলিয়ে নবমবার মেসিদের ম্যাচ দেখতে ৬০ হাজারের বেশি দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
ম্যাচের একমাত্র গোলদাতা বেঞ্জামিন ক্রেমাশ্চি মেসিকে নিয়ে বলেছেন, ‘খেলার জগতে তিনি গ্রেট। সে কারণে তিনি অনেক সমর্থক টানতে পারেন। আমরা অ্যাওয়ে ম্যাচ খেললেও মাঝে মাঝে মনে হচ্ছিল ঘরের মাঠে খেলছি। আমার মনে হচ্ছিল মুহূর্তের মধ্যে সবকিছু চলে যাচ্ছে এবং তারপর আমাদের লক্ষ্যের দিকে মনোনিবেশ করেছি।’
জয়ে ইন্টার্ন কনফারেন্সের তিনে উঠে এসেছে ইন্টার মিয়ামি। লিগে এখনও অপরাজিত দলটি ৮ ম্যাচ খেলে ৫ জয় পেয়েছে, ড্র করেছে ৩টিতে। সবার উপরে শার্লোট এবং দুইয়ে সিনসিনাটি।









