জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে একম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছিল ভারত। পঞ্চম ও শেষটিতেও স্বাগতিকদের হারিয়েছে শুভমন গিলের দল। মুকেশ কুমারের দাপুটে বোলিংয়ে জিম্বাবুয়েকে ৪২ রানে হারিয়েছে বিশ্বজয়ী দল।
হারারেতে সিরিজের প্রথম ম্যাচেই কেবল জয়ের দেখা পেয়েছিল জিম্বাবুয়ে। বাকী চারটিতে হেরেছে। ৪-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে সফর শেষ করেছে ভারত।
সিরিজের শেষ টি-টুয়েন্টিতে টসে জিতে ভারতকে ব্যাটে পাঠায় জিম্বাবুয়ে। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৬৭ রানের সংগ্রহ পায় ভারত। ৪৫ বলে ৫৮ রান করেন সাঞ্জু স্যামসন। ১২ বলে ২৬ রান করেন শিভম দুবে। ২৪ বলে ২২ রান করেন রিয়ান পরাগ। স্বাগতিকদের হয়ে ব্লেসিং মুজারাবানি দুটি উইকেট নেন।
জবাবে নেমে মুকেশ কুমারে তোপে পড়েন জিম্বাবুয়ে ব্যাটাররা। ৩.৩ ওভারে ২২ রান খরচায় চার ব্যাটারকে ফেরান এই পেসার। শিভম দুবেও নেন দুটি উইকেট। ১২৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
স্বাগতিক ব্যাটারদের মধ্যে ডিয়ন মায়ার্স ৩২ বলে ৩৪ রান এবং ফারাজ আকরাম ১৩ বলে ২৭ রান করেন।









